1 November 2023
শীত আসছে, এখনই চেক করুন গিজ়ারের হিটার
এবার ধীরে ধীরে শীত আসার পালা। সকাল সন্ধ্যে গরম জল লাগবে বিভিন্ন কাজে। তার আগে গিজ়ারটি ভাল করে দেখে নিয়েছেন তো?
বাড়ির অন্যান্য জিনিসের মতো গিজারও নষ্ট হয়ে যেতে পারে। এমন পরিস্থিতিতে শীত আসার আগেই দেখে নিন গিজ়ারে কোনও সমস্যা হচ্ছে কি না।
কারণ সময়ে সময়ে এটির সার্ভিসিং এবং দরকার মতো মেরামতি প্রয়োজন। না হলে বড় সমস্যায় পড়তে হতে পারে। এমন পরিস্থিতিতে এই লক্ষণগুলি দেখে নিন।
গরম জলের ট্যাঙ্কে ফুটো হয়েছে কি না দেখে নিন। যদি ওয়াটার হিটারে ফুটো দেখতে পান, অবিলম্বে প্লাম্বারকে ফোন করে তা সারিয়ে নিন।
কারণ অনেক সময় জলের ট্যাঙ্কে ফুটো হয়ে গেলেও বোঝা যায় না। অনেকদিন ব্যবহার না করলেও জলের ট্যাঙ্কে ফুটো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
জল লাল হয়ে গেলে ওয়াটার হিটার পরীক্ষা করা উচিত। এর অর্থ ট্যাঙ্কের ভিতরেও মরচে পড়ে রয়েছে, যাতে বড় সমস্যা দেখা দিতে পারে।
অনেকক্ষণ গিজ়ার চালিয়ে রাখার পরেও জল গরম হতে চাইছে না? এর কারণ হল গিজ়ারে থাকা ওয়াটার হিটারটি খারাপ হয়ে গিয়েছে।
ওয়াটার হিটারে ধুলো জমা বা অনেক বছর ব্যবহারের কারণে এমনটা হতে পারে। যদি হিটারটি খুব পুরনো হয়, তবে তা পাল্টে নেওয়াই ভাল।
আরও পড়ুন