bard vs gpt 1

26 October 2023

ChatGPT নাকি Google Bard, সেরা কে?

bard vs gpt 3

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সির উপর তৈরি দারুণ দুটি ল্যাঙ্গুয়েজে মডেল ChatGPT এবং Google Bard। প্রথমে OpenAI তৈরি করে চ্যাট জিপিটি।

bard vs gpt 8

তারপরে সেই ChatGPT-কে টেক্কা দিতেই বার্ড নামক একটি সিস্টেম লঞ্চ করে গুগল। বর্তমানে অনেকেই এই দুই ল্যাঙ্গুয়েজে মডেল ব্যবহার করেন।

bard vs gpt 9

তবে এই প্রশ্ন অনেকের মনেই আসে, এই দু'টি জনপ্রিয় ল্যাঙ্গুয়েজে মডেলের মধ্যে কোনটি সেরা ও ব্যবহার করা বেশি সহজ? জেনে নেওয়া যাক।

গুগল বার্ড হল এমন একটি AI ল্যাঙ্গুয়েজে মডেল যা মূলত কবিতা লিখতে এবং সৃষ্টিশীল লেখার ক্ষেত্রে সাহায্য করে। তবে চ্যাট জিপিটির কাজ কী?

অন্যদিকে চ্যাট জিপিটি অনেকটা মানুষের মতো সব প্রশ্নের উত্তর দিতে পারে। এমনকি আপনার হয়ে বেশ কিছু লেখাও লিখে ফেলতে পারে ChatGPT।

এবার প্রশ্ন হল এই দুই AI টুল সব কিছুর সঠিক উত্তর দেয় কীভাবে? কারণ এর পিছনে রয়েছে অজস্র ট্রেনিং ডেটা। দুই চ্যাটবটকেই ইন্টারনেটে উপস্থিত বিষয়বস্তুর উপর ট্রেনিং দেওয়া হয়।

আর সেই সব ট্রেনিং তাদের সার্ভিসে জমা হয়। তার ফলেই উত্তরগুলো তারা সঠিকভাবে দিতে পারে। তবে দুই চ্যাটবটের ট্রেনিং পদ্ধতি আলাদা।

দুই চ্যাটবটের বেশ কিছু কাস্টমাইজেশনও করা যায়। যাতে ইউজার তার চাহিদা ও সুবিধা মতো সেটি ব্যবহার করতে পারে। দুটোই ব্যবহার করা সহজ।