27 November 2023
হেডফোন কেনার আগে এসব তথ্য জানা আবশ্যিক
নতুন হেডফোন বা ইয়ারফোন কেনার প্ল্যান করছেন? পকেটে কড়ি থাকলে কোনও কিছুই কেনা বোধহয় আজকাল সমস্যা নয়।
তবে যে জিনিসই কিনুন না কেন, সেটা যাচাই করে নেওয়া অবশ্যই প্রয়োজন। যাতে কেনার পরে আফসোস না করতে হয়।
আজকাল অনলাইনে নামীদামি বিভিন্ন কোম্পানি হেডফোন পাওয়া যায়। তার স্টাইলও ভিন্ন। তবে কেনার সময় ঝোঁকের মাথায় কিনে না ফেলাই ভাল।
একটু বিবেচনা করে হেডফোন কেনা ভাল। নইলে টাকা নষ্টর সঙ্গে সঙ্গে সমস্যা দেখা দিতে পারে, আর সেই সঙ্গে আপনার কানেরও।
তাই হেডফোন বা ইয়ারফোন কেনার সময় কী কী বিষয়ে খেয়াল রাখবেন, তা দেখে নিন। সবার প্রথমে আপনার বাজেট ঠিক করে নিন।
তারপরেই দেখা উচিৎ হেডফোনের সাউন্ড কোয়ালিটি কেমন। কারণ একটি হেডফোন কেনার আগে এটি দেখে নেওয়া দরকার।
ভিডিয়ো বা অডিও এডিটিংয়ের ক্ষেত্রে over-the-ear হেডফোন এক্কেবারে পারফেক্ট। এতে কানের অংশে মোটা প্যাডিং থাকায় তা নরম হয়।
আজকাল বাজারে ব্লুটুথ হেডসেট এবং ইয়ার বাডের রমরমা রয়েছে। ক্যারি করা সহজ। ব্যবহার করাও সুবিধা। তবে এমনি হেডফোনের তুলনায় এর দামও বেশি।
আরও পড়ুন