অন্যদের থেকে আড়াল করুন WhatsApp স্ট্যাটাস

31 August 2023

হোয়াটসঅ্যাপ মেসেজিং অ্যাপগুলির মধ্যে খুব জনপ্রিয় একটি অ্যাপ।  এই মেসেজিং অ্যাপ বিভিন্ন ফিচার অফার করে।

এই কারণে এটি Google Play Store-এ সর্বাধিক ডাউনলোড করা অ্যাপগুলির মধ্যে একটি হয়ে উঠেছে।

এই মেসেজিং অ্যাপে ভয়েস কল থেকে লাইভ লোকেশন ট্র্যাকিং পর্যন্ত সমস্ত প্রয়োজনীয় ফিচার পাওয়া যায়।

‘Status’ এই অ্যাপের অন্যতম জনপ্রিয় একটি ফিচার, যা ইনস্টাগ্রাম স্টোরিজের মতো। 24 ঘণ্টার জন্য থাকে সেটি।

আপনার কন্ট্যাক্টে থাকা সকলেই স্ট্যাটাসে আপলোড করা ফটো এবং ভিডিয়ো দেখতে পাবেন। কিন্তু আপনি চাইলে লুকতে পারেন।

তার জন্য আপনাকে প্রথমে WhatsApp খুলতে হবে এবং 'Status' ট্যাবে ক্লিক করতে হবে।

এবার স্ক্রিনের ওপরে ডান দিকের থ্রি ডট আইকনে প্রেস করুন। তারপরে Status Privacy অপশন দেখতে পাবেন।

এবার আপনি তিনটি অপশন দেখতে পাবেন। সেখান থেকে My contacts Expect-এ ক্লিক করুন।

তারপরে যাদের থেকে হাইড করতে চান তাদের বেছে নিন। তারপরে Done বাটনে ক্লিক করলেই কাজ শেষ।