প্রতি প্রশ্নের উত্তর দিতে কত খরচ ChatGPT-র?
26 August 2023
AI বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জনপ্রিয়তা ক্রমশই বাড়ছে। ফলে চ্যাটজিপিট'র (ChatGPT) জনপ্রিয়তাও তুঙ্গে।
চ্যাটজিপিটি তৈরি করেছে OpenAI কোম্পানি।কয়েক সেকেন্ডে হাজার হাজার শব্দ লিখে ফেলতে পারে এই AI চ্যাটবট।
বিভিন্ন প্রশ্নের উত্তর কয়েক সেকেন্ডে পাওয়া যায়। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রাধান্য ধীরে ধীরে বেড়েই চলেছে।
তবে ভেবে দেখেছেন কি প্রতিদিন চ্যাটজিপিটি চালাতে কোম্পানির কতটা খরচ হয়? উত্তর জানলে চমকে যাবেন।
ব্যবহারকারীদের জন্য চ্যাটজিপিটি-কে চালাতে দৈনিক 7 লাখ মার্কিন ডলার যা ভারতীয় মুদ্রায় প্রায় 5.8 কোটি টাকা খরচ হয়।
সম্প্রতি এমনই হিসাব দিয়েছেন বিশেষজ্ঞ ডেটা অ্যানালিস্ট ডিলন প্যাটেল। অর্থাৎ প্রতিটা প্রশ্নের উত্তরে কত খরচ হয়?
ডিলন প্যাটেলের মতে, ইউজারের প্রতিটি প্রশ্নের উত্তর দিতে চ্যাটজিপিটির খরচ 36 মার্কিন সেন্ট বা ভারতীয় মুদ্রায় প্রায় 1 টাকা।
ChatGPT তৈরিতে ওপেনএআই সংস্থা Nvidia GPU (গ্রাফিক্স প্রসেসিং ইউনিট) ব্যবহার করে।
2023 সালে এমন আরও 30 হাজার GPU এর প্রয়োজন OpenAI-এর।
আরও পড়ুন