18 October 2023

WhatsApp-এ ডিজিটাল অবতার বানাবেন কীভাবে?

ডিজিটাল অবতার এমনই একটা জিনিস, যার সাহায্যে আপনি নিজের সত্যিকারের ছবি শেয়ার না করে নিজেকে রিপ্রেজ়েন্ট করতে পারেন।

ফিচারটি সর্বপ্রথম বিটায় টেস্ট করা হয়েছিল। তবে অনেকদিন আগেই WhatsApp ব্যবহারকারীর জন্য লাইভ হয়ে গিয়েছে।

আগামী কয়েক দিনের মধ্যে সমস্ত হোয়াটসঅ্যাপ ইউজার নিজের WhatsApp Avatar তৈরি করতে পারবেন। কিন্তু করবেন কীভাবে?

কীভাবে নিজের একটা হোয়াটসঅ্যাপ অবতার তৈরি করে সেটিকে প্রোফাইল ছবি হিসেবে ব্যবহার করবেন। সেই পদ্ধতিটিই জেনে নেওয়া যাক।

প্রোফাইল পিকচার হিসেবে WhatsApp Avatar সেট করার আগে আপনাকে জানতে হবে, কীভাবে আপনার সেই ডিজিটাল অবতার তৈরি করবেন।

প্রথমে WhatsApp খুলে Settings অপশনে চলে যান। নতুন ‘Avatar’ অপশনে ট্যাপ করুন। এবার ‘Create Avatar’ অপশনে ট্যাপ করুন।

সেখানে যেভাবে-যেভাবে আপনাকে নির্দেশ দেওয়া হচ্ছে, ঠিক সেভাবেই আপনার হোয়াটসঅ্যাপ অবতারটি তৈরি করে নিন।

এরপর আপনার অবতারের মধ্যে যে সব ফিচারগুলি আপনি দেখতে চান, সেগুলি এক-এক করে সিলেক্ট করে ‘Done’ অপশনে ট্যাপ করুন।