8 December 2023

YouTube-এ কী দেখলেন? মুছে ফেলুন সার্চ হিস্ট্রি

credit: instagram

TV9 Bangla

অনেকেই জানেন না, যা কিছু জানার জন্য বা দেখার জন্য YouTube-এ সার্চ করেন, তা আপনি মুছেও ফেলতে পারেন। 

অর্থাৎ যদি আপনার ফোনটি অন্য কেউ নেয়, তাহলে সে বুঝতে পারবে না আপনি কী সার্চ করেছিলেন। তার জন্য আপনাকে ইউটিউবের Privacy Settings পরিবর্তন করতে হবে।

তাহলেই কেউ জানতে পারবেন না, আপনি কী সার্চ করেছিলেন। অর্থাৎ YouTube-এ আপনি ঠিক কী সার্চ করেছেন, তা অন্য কেউ কেন জানতে পারবে না।

ইউটিউবের সার্চ হিস্ট্রি মুছে ফেলার জন্য কী করতে হবে? সার্চ হিস্ট্রি মুছে ফেলতে, অ্যাপের সার্চ আইকনে ক্লিক করুন। সেটিকে প্রেস করে একের পর এক তথ্য মুছে ফেলুন।

একইভাবে, ভিউ হিস্ট্রি মুখে ফেলতে আপনাকে YouTube সেটিংসে যেতে হবে। তারপর Manage All History অপশনে ক্লিক করতে হবে।

এবার Google account-এ ক্লিক করুন। যখনই আপনি এতে ক্লিক করবেন, তখন যে কোনও একটি অ্যাকাউন্টকে বেছে নিতে বলবে।

তারপর অটো ডিলিট-এ ট্যাপ করতে হবে। যদি আপনি অটো ডিলিট-এ ক্লিক করেন, তাহলে নিজে থেকেই তা হিস্ট্রি থেকে মুছে যাবে।

কিন্তু Delete অপশনে ক্লিক করে Delete All Time-এ ক্লিক করতে পারেন। তাই চাইলে ইউটিউব অ্যাকাউন্ট থেকে লাইক করা ভিডিয়োগুলিও প্রাইভেট বা গোপন রাখতে পারেন।