WhatsApp এই মুহূর্তে সারা বিশ্বে সর্বাধিক ব্যবহৃত ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ। আর সেই জনপ্রিয় অ্যাপ থেকেই প্রতারকরা এবার সাধারণ মানুষের কষ্টার্জিত টাকা লুঠ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
সাম্প্রতিক অতীতে একাধিক ঘটনার কথা জানা গিয়েছে, যেখানে হোয়াটসঅ্যাপের মাধ্যমেই ছাপোষা-সাধারণ মানুষকে প্রতারিত করছে সাইবার জালিয়াতরা। তাই, হোয়াটসঅ্যাপ প্রতারণা থেকে বাঁচার কয়েকটি কৌশল জেনে নিন।
কখনও কোনও অজ্ঞাত নম্বর থেকে আসা WhatsApp মেসেজ যাচাই না করে উত্তর দেবেন না। বিশেষ করে যে সব মেসেজে পার্ট-টাইম চাকরির কথা বলা হয় বা ওয়ার্ক ফ্রম হোমের অফার দেওয়া হয়- এই সব মেসেজগুলিতে রিপ্লাই করবেন না।
ইদানিংকালে হোয়াটসঅ্যাপে ভুয়ো নম্বর থেকে কল আসার প্রবণতাও বেড়েছে। আর সেই সব কলের বেশিরভাগই আর্থিক প্রতারণার অঙ্গ। আপনাকে বিভিন্ন অফারে প্রলুব্ধ করে ফোন করা হবে, আপনি সেই ফাঁদে পা দিলেই সব শেষ।
আবার অজ্ঞাত আন্তর্জাতিক নম্বর থেকে মেসেজ এলেও তার রিপ্লাই দেবেন না। সর্বাগ্রে সেই নম্বরটিকে ব্লক করুন এবং তারপরে রিপোর্ট করুন। একমাত্র বিদেশে থাকা আপনার বন্ধু বা পরিবারের লোকজনের হোয়াটসঅ্যাপ মেসেজেরই উত্তর দেবেন।
কিছু ক্ষেত্রে দেখা যায়, আপনাকে একজন অজ্ঞাত ব্যক্তি একটি অযাচিত হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ করিয়ে দিল, যা সত্যিই ভয়ঙ্কর। এরকমটা আপনাকেই আটকাতে হবে এবং তার জন্য প্রাইভেসি সেটিংস পরিবর্তন করতে হবে।
অনেক সময় আমাদের কাছে এমন কিছু হোয়াটসঅ্যাপ মেসেজ আসে, যেগুলি এক্কেবারেই বিশ্বাসযোগ্য নয়। সেই টেক্সটের বানান, ব্যাকরণগত ভুল নজরে এলেই বুঝবেন, মেসেজটি ভুয়ো।
সর্বোপরি যে বিষয়টিতে সবথেকে বেশি করে খেয়াল রাখতে হবে তা হল, হোয়াটসঅ্যাপ মেসেজে আসা কোনও লিঙ্কে ক্লিক করলে চলবে না। বিশেষ করে ফরোয়ার্ড মেসেজগুলিতে যে লিঙ্ক থাকে, তাতে খবরদার ক্লিক করবেন না।