27 October 2023

AI ইমেজেই লুকিয়ে বিপদ, চিনবেন কীভাবে?

AI-এর মাধ্যমে এমন কিছু ভুয়ো ছবি তৈরি করা হচ্ছে, যা দেখে বাস্তবসম্মত মনে হবেই। ফলে কোনটা আসল আর কোনটা নকল বুঝে ওঠা কঠিন।

সেই ছবি যে আখেরে মানুষকে বড়সড় বিপদের মধ্যে ফেলে দিচ্ছে। একটি ছবির সত্যতা যাচাই করে নেওয়া খুবই প্রয়োজন। নাহলেই বিপদ।

একটি ছবি চেনার প্রথম উপায় হল রিভার্স ইমেজ সার্চ। আপনার স্মার্টফোনে গুগল লেন্স অ্যাপ্লিকেশনের সাহায্যে কাজটা করতে পারেন।

ল্যাপটপ অথবা কম্পিউটারের ব্রাউজারের মাধ্যমেও এই কাজটি আপনি করতে পারেন। ‘ইয়ানডেক্স’ (Yandex) সার্চ ইঞ্জিন ব্যবহার করেও রিভার্স ইমেজ সার্চ করতে পারেন।

এই পদ্ধতির সাহায্য নিয়ে আপনি জানতে পারবেন, কোনও ছবি আগে অন্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বা অন্য কোথাও ব্যবহৃত হয়েছিল কি না।

যদি কোনও কারণবশত রিভার্স ইমেজ সার্চ আপনাকে ফলাফল না দেয়, তাহলে গুগল সার্চ ইঞ্জিনে কিওয়ার্ড ব্যবহার করে ছবির ডেসক্রিপশন দিয়ে দিন।

বর্তমানে প্রচুর পরিমাণে AI ইমেজ ডিটেক্টর পাওয়া যায়। আপনি তা ফোনে ডাউনলোড করে নিতে পারেন। তবে বিশ্বাসযোগ্য সোর্স থেকেই করবেন।

আপনি চাইলে Hive Moderation, Optic AI or Not এবং AI Art Detector-এর মতো অ্যাপ, সাইটগুলি আপনাকে এই কাজে সাহায্য করতে পারে।