11 November 2023

কীভাবে ফটো থেকে PDF তৈরি করবেন?

যে কোনও ফাইলকেই খুব সহজে পিডিএফ-এ করে নেওয়া যায়। কিন্তু অনেকেই জানেন না ফটোকেও PDF ফাইল বদলে ফেলা যায়।

অ্যান্ড্রয়েড, আইফোন, উইন্ডোজ এবং ম্যাক ডিভাইসে সহজেই ফটো থেকে পিডিএফ তৈরি করা যায়। ফটোর বদলে একটি পিডিএফ ফাইলের অনেক সুবিধা রয়েছে।

প্রথমত, ফটোর বদলে পিডিএফ ফাইলে কোনো টেক্সট পড়তে বেশি সুবিধা হয়। দ্বিতীয়ত, পিডিএফ ফাইলের ক্ষেত্রে অরিজিনাল কোয়ালিটি নষ্ট হয় না।

চলুন জেনে নেওয়া যাক কীভাবে ফটো থেকে পিডিএফ তৈরি করবেন। প্রথমে অ্যান্ড্রয়েড ফোনের Gallery অ্যাপে যান।

এবার যে ছবি পিডিএফে বদলাতে চান সেটি সিলেক্ট করুন। এবার আপনাকে তিনটি ডট আইকনে ক্লিক করতে হবে।

তারপরে মেনুতে নিচের দিকে প্রিন্ট অপশন দেখা যাবে, সেটিতে ক্লিক করুন। এখানে ‘Save as PDF’ অপশনে ক্লিক করুন এবং ডাউনলোড পিডিফ অ্যারোতে ক্লিক করুন।

এবার ফাইল কোথায় ডাউনলোড বা সেভ করতে চান সেটি সিলেক্ট করতে হবে। ফোল্ডার সিলেক্ট করে একদম নিচে সেভ বাটনে ক্লিক করুন।

Save-এ ক্লিক করলেই আপনার ফোনে সেই ফটোটি PDF ফাইল বদলে যাবে। তবে এই টিপস শুধুই অ্যান্ডরয়েড ব্যবহারকারীদের জন্য।