27 November 2023

দু'দিনেও ফুরোবে না ফোনের চার্জ

আজকাল মোবাইল আমাদের সর্বক্ষণের সঙ্গী, তাই এতে ভাল ব্যাটারি ব্যাকআপ থাকা আবশ্যক। কিন্তু প্রচুর ব্যাটারি ক্যাপাসিটি দেখে কিনলেও তা মনোমত ব্যাকআপ দেয় না।

এমন সমস্যায় যদি আপনিও জর্জরিত থাকেন, তাহলে কিছু দরকারী টিপস আপনার জেনে নেওয়া প্রয়োজন।

স্মার্টফোনের স্ক্রিনের ব্রাইটনেস বাড়িয়ে রাখলে চার্জ তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তাই স্ক্রিন ব্রাইটনেস অটোমেটিক মোডে রাখুন।

কিছু অ্যাপ্লিকেশন স্মার্টফোন সেটিংস অপ্টিমাইজ করে ব্যাটারি সেভার মোড অন করে দেয়। এতে চার্জ অনেকক্ষণ থাকবে।  

এইসব অ্যাপ ব্যবহার করে আপনি ফোনের ব্যাটারি ব্যাকআপ বাড়াতে পারবেন। এছাড়া চাইলে আপনি ফোনের বিভিন্ন অ্যাপের ব্যাটারি খরচ দেখে সেটিং থেকে কন্ট্রোল করতে পারবেন।

একটি নির্দিষ্ট সময়ের পর স্মার্টফোনটি স্বয়ংক্রিয়ভাবে লক হয়ে গেলে, স্মার্টফোনের স্ক্রিন ব্যবহার হবেনা এবং ব্যাটারি ব্যাকআপ বাঁচানো যেতে পারে।

ইন্টারনেট বা অন্যান্য কানেক্টিভিটির প্রয়োজন না হলে অযথা অন না করে রাখাই ভাল। ব্লুটুথ, ওয়াই-ফাই এবং জিপিএস বন্ধ রাখুন।

সবসময় স্মার্টফোনটিকে লেটেস্ট সফ্টওয়্যার ভার্সনে আপডেট করুন। সেই সঙ্গে অ্যাপগুলিকেও আপডেট করে নিন। এতে ব্যাটারি ভাল থাকে।