সার্ভিসিংয়ের পরও বাইকে মাইলেজ কম? দেখুন উপায়
12 September 2023
বাইকে ভাল মাইলেজ দিচ্ছে না? সময় মতো সার্ভিসিং করিয়েও কোনও কাজ দিচ্ছে না। এবার এই সমস্যার সমাধান হবে।
বাইকের মাইলেজ ভাল করার জন্য তার যত্ন নেওয়া প্রয়োজন। শুধুই পরিষ্কার করা নয়, আরও অনেক দিক মেনে চলতে হবে।
কয়েকটি বিষয় মেনে চললেই দুর্দান্ত মাইলেজ দেবে আপনার সাদের বাইক। বাইক চালানোর সময়েও নজরে রাখতে হবে কিছু বিশেষ দিক।
খেয়ালে রাখবেন 45 থেকে 55 কিমি প্রতি ঘণ্টা স্পিডে টপ গিয়ারে গাড়ি চালালে তেল সাশ্রয় করতে পারবেন।
তবে মনে রাখতে হবে, স্পিডোমিটারের কাঁটা যেন সবুজ স্ট্রিপের মধ্যে থাকে। তাহলেই ভাল মাইলেজ পাবেন।
আরও একটি বিশেষ বিষয় খেয়াল রাখতে হবে। ক্লাচ যত কম ব্যবহার করবেন, তত কম জ্বালানি পুড়বে। এতে প্রচুর পেট্রলের প্রয়োজন হবে না।
এয়ার ফিল্টার পরিষ্কার ও টায়ারের এয়ার প্রেশার ঠিক রাখতে হবে। মাইলেজ বাড়াতে ভাল কোনও কোম্পানির ইঞ্জিন অয়েল ব্যবহার করাই ভাল।
সময়ে সময়ে বাইকের সার্ভিসিং করাতে হবে। তবেই আপনার বাইকের মাইলেজ ভাল হবে। শুধু মেনে চলতে হবে এসব টিপস।
আরও পড়ুন