1.5GB ডেটা মুহূর্তে শেষ? রইল টিপস
27 September 2023
ফোনের ডেটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে? এবার আপনাকে এই সমস্যার সমাধান দেওয়া হবে। কিন্তু কেন এমন হয়?
এর সবচেয়ে বড় কারণ আপনার ফোনের আপডেট। ফোনটিতে অনেক সিকিউরিটি ফিচার আছে, যা অটোমেটিকভাবে আপডেট হতে থাকে।
অনেকেই তাদের ফোনে অটোমেটিক আপডেট অন করে রাখেন। ফলে একটি নতুন আপডেট আসার সঙ্গে সঙ্গে নিজে থেকেই ডেটা ব্যবহার হয়ে যায়।
আর তারপরে অ্যাপগুলিও আপডেট হতে শুরু করে দেয়। এতে আপনি বুঝতেও পারেন না আর আপনার ফোনের ইন্টারনেট ডেটা শেষ হয়ে যায়।
তাই অটোমেটিক আপডেট বন্ধ করুন। এবার আপনার মনে প্রশ্ন আসতেই পারে, কীভাবে আপনি ফোনের অটো আপডেট বন্ধ করবেন?
এর জন্য ফোনের সেটিংসে গিয়ে অ্যাপ অপশনটি ক্লিক করুন। এর পরে, সেই সমস্ত অ্যাপগুলি সিলেক্ট করুন, যেগুলি আপনি আপডেট করতে চান না।
এর জন্য মোবাইল ডেটা অপশনে ক্লিক করুন এবং Allow background data usage অপশনটিকে ক্লিক করে, তা বন্ধ করে দিন।
ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্টে সারা বছরই কোনও না কোনও সেল চলে। তবে বহু মানুষই Big Billion Days Sale-এর অপেক্ষা করেন।