29 October 2023

ইনস্টাগ্রামে রিল, ছবি শিডিউল করবেন কীভাবে?

বর্তমানে ইনস্টাগ্রাম রিলস বেশি জনপ্রিয়। এমনকি তা অনেকের উপার্জনেরও মাধ্যমও। ফলে, রিল যাতে সঠিক সময়ে পোস্ট হয়, তা খেয়াল রাখা দরকার।

এর জন্য কাজে লাগানো যায় ইনস্টাগ্রাম রিল শিডিউল করার ফিচার। এই ফিচারে আপনাকে কোনও ফটো ভিডিয়ো পোস্ট করার জন্য সেই সময়ে ফ্রি থাকতে হবে না।  

ইনস্টাগ্রামে নিজেদের পোস্টগুলি শিডিউল করতে, নিজেদের ফোনে সেই অ্যাপটি ওপেন করতে হবে। এরপর ‘+’ বাটনে ক্লিক করতে হবে।

যে ফটো বা ভিডিয়োটি শিডিউল করতে চান ইউজার সেটি সিলেক্ট করতে হবে। মিডিয়া বেছে নেওয়ার পরে ‘Advanced Settings’ অপশন পাবেন।

এই অপশনে ক্লিক করার পরে ইউজাররা ‘Schedule Content’ সিলেক্ট করতে হবে। এরপর ‘Schedule This Post’ অপশনে ক্লিক করুন।

এরপর নিজের পছন্দ মতো সময় এবং তারিখ সিলেক্ট করুন। আর ‘Set Time’ অপশনে গিয়ে ‘Schedule’ বাটনে ক্লিক করুন। এতে পোস্ট ইনস্টাগ্রামে শিডিউল হয়ে যাবে।

তবে মনে রাখবেন, ইনস্টাগ্রামে শুধুমাত্র পাবলিক অ্যাকাউন্টগুলিতে রিলস, ফটো এবং পোস্টগুলি শিডিউল করতে পারবেন।

এই ফিচারের সুবিধা হল, আপনি নিজের ইচ্ছে মতো সময় অনুযায়ী যে কোনও ফটো, ভিডিয়ো শিডিউল করে রাখতে পারবেন কোনও চিন্তা ছাড়াই।