টানা 6 মাস ফ্রিতে ইন্টারনেট দিচ্ছে Jio
23 September 2023
ফ্রিতে ইন্টারনেট পরিষেবা পেতে কার না ভাল লাগে। আর এবার সেই সুযোগই দিচ্ছে Jio। তাও আবার এক মাস বা দু মাস নয়।
টানা 6 মাস 399 টাকার রিচার্জ প্ল্যান ফ্রিতে দেওয়ার ঘোষণা করেছে জিও। তবে রয়েছে বিশেষ শর্ত। সেই শর্তের আগে জেনে নিন রিচার্জ প্ল্যানে কী কী সুবিধা রয়েছে।
399 টাকার এই প্রিপেইড প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন। প্রতিদিন 3GB ডেটা, দৈনিক 100টি SMS এবং আনলিমিটেড ভয়েস কলের সুবিধা পাওয়া যাবে।
এই প্ল্যানে আপনি জিও সিনেমা, জিও টিভি এই সব সাবস্ক্রিপশনও পেয়ে যাবেন। আনলিমিটেড 5G সুবিধাও পাওয়া যাবে এতে।
এই সুবিধা পেতে জিও-এর রাখা শর্ত মেনে চলতে হবে। কিন্তু কী এই শর্ত? আপনার যদি আইফোন 15 সিরিজ কেনার প্ল্যান থাকে, তাহলে এই অফারটি পাবেন।
রিলায়েন্স রিটেল স্টোর, রিলায়েন্স ডিজিটাল অনলাইন ও জিও মার্ট থেকে আইফোন 15 কিনলে 399 টাকার রিচার্জ 6 মাসের জন্য ফ্রিতে দেওয়া হবে।
জিও'র এই সুবিধা নতুন জিও প্রিপেইড গ্রাহকরাই শুধু পাবেন। কারও যদি অন্য সিম থাকে, তাহলে তা Jio-তে সেটি পোর্ট করাতে হবে।
আইফোন 15-তে জিও সিম অ্যাক্টিভ করার 72 ঘণ্টার মধ্যেই এই রিচার্জ অফার ক্রেডিট করে দেওয়া হবে। ইমেইল এবং SMS এর মাধ্যমে নোটিফিকেশন পেয়ে যাবেন।