টেলিকম সংস্থাগুলি একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করার জন্য অনেক ধরনের রিচার্জ প্ল্যান বাজারে এনে চলেছে।
এমন অনেকেই আছেন যারা প্রতি মাসে রিচার্জ করতে চান না। তাদের জন্য Airtel, Jio, Vi, BSNL-এর মতো সংস্থাগুলি নতুন নতুন প্ল্যান বাজারে আনছে।
Jio অফার করছে আনলিমিটেড 5G ডেটা। তবে এটি একটি এক বছরের প্ল্যান। সারা বছর রিচার্জ থেকে মুক্তি পাবেন।
তার জন্য আপনাকে খরচ করতে হবে 2,999 টাকা। এই প্ল্যানে আপনি 365 দিনের বৈধতা পেয়ে যাবেন। এতে মোট 912.5 জিবি ডেটা পাবেন।
এই প্ল্যানে, ব্যবহারকারীরা Jio TV, Jio Cloud, Jio Security এবং Jio Cinema-এর বিনামূল্যে সাবস্ক্রিপশন পাবেন। সেই সঙ্গে পাবেন অনেক ডেটা।
প্রতিদিন সর্বোচ্চ 2.5 জিবি ডেটা ব্যবহার করতে পারবেন। দৈনিক ডেটা সীমা শেষ হওয়ার পরে স্পিড কমে যাবে। দৈনিক ডেটা সীমা শেষ হওয়ার পরে, ইন্টারনেটের গতি কমে যায় 64Kbps-এ।
তবে তাতেও আপনি 4G ডেটা ব্যবহার করতে পারবেন। কারণ এই প্ল্যানে 5G ডেটার স্পিড পেয়ে যাবেন। তাই শেষ হয়ে গেলেও ইন্টারনেট স্পিড ভালই থাকে।
Jio-এর 5G নেটওয়ার্ক বর্তমানে 331টি শহরে রয়েছে। 2023 সালের ডিসেম্বরের মধ্যে সমগ্র দেশে পৌঁছিয়ে যাবে বলেই মনে করা হচ্ছে।