9 November 2023
কীবোর্ড সাফাইয়ে এই ভুল করলে সব শেষ!
কীবোর্ড যে ল্যাপটপ এবং কম্পিউটারের কতটা গুরুত্বপূর্ণ অংশ, তা আর আলাদা করে বলার অপেক্ষা থাকে না।
সেটিকে সময়ে সময়ে পরিষ্কার করুন। অনেকেই ভাবেন সেটা ঝামেলার কাজ। আর তাছাড়াও কীভাবে পরিষ্কার করবেন, তা বুঝতে পারেন না।
আপনিও যদি জানতে চান কীভাবে আপনার কীবোর্ড পরিষ্কার করবেন, তাহলে এই সহজ টিপসগুলি দেখে নিন।
কীবোর্ড পরিষ্কার করতে সবসময় একটি নরম ব্রাশ ব্যবহার করুন। এতে কীবোর্ডের মধ্যে থাকা ছোট জীবাণু এবং ময়লা পরিষ্কার করতে সাহায্য করে।
ভুলেও কোনও খসখসে কাপড় ব্যবহার করবেন না। এতে আপনার কীবোর্ডটি সহজে নষ্ট হয়ে যেতে পারে। এমনকি স্ক্রিনে দাগও হয়ে যেতে পারে।
কীবোর্ড পরিষ্কার করতে আইসোপ্রোপাইল অ্যালকোহল ব্যবহার করুন। এতে ল্যাপটপের কীবোর্ড একেবারে নতুনের মতো ঝকঝকে থাকবে।
কোনও মতেই কীবোর্ড পরিষ্কার করার সময় জল ব্যবহার করবেন না। কীবোর্ডের মাঝে জল ঢুকে গেলে তা কাজ করা বন্ধ করে দেবে।
কীবোর্ডে ছোটছাট জায়গা থেকে ধুলো মুছতে আপনি টুথপিক বা তুলোর বাড ব্যবহার করতে পারেন। এমনকি ব্রাশ দিয়েও পরিষ্কার করতে পারেন।
আরও পড়ুন