জাল অ্যাপগুলি খুবই বিপজ্জনক এবং আপনার ব্যক্তিগত ডেটা চুরি করতে পারে। এতে শুধু ডেটা নষ্ট হয় না, ব্যাঙ্ক থেকে টাকা উধাও হয়ে যাওয়ার আশঙ্কাও থাকে।
তাই কোনও অ্যাপ ডাউনলোড করার আগে ভাল করে যাচাই করে নিন অ্যাপটি আসল নাকি নকল। কারণ বর্তমানে নকল অ্যাপের সাহায্যেই হচ্ছে বিভিন্ন স্ক্যাম।
ইউটিউব, নেটফ্লিক্স, চ্যাটজিপিটি, ইনস্টাগ্রামের মতো বিখ্যাত ব্র্যান্ডের ভুয়া অ্যাপ বাজারে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে। সাইবার অপরাধীরাও সেই সব অ্যাপগুলির মাধ্যমে স্ক্যাম চালিয়ে যাচ্ছে।
আপনি যদি একজন অ্যান্ড্রয়েড ব্যবহারকারী হন, তাহলে শুধুমাত্র গুগল প্লে স্টোর থেকেই অ্যাপ ডাউনলোড করার চেষ্টা করুন।
গুগল প্লে স্টোরে অফিসিয়াল অ্যাপ আপলোড করা থাকে, সেক্ষেত্রে কোনও রকম নকল বা ভুয়ো অ্যাপ ডাউনলোড করা যাবে না।
আইফোন বা আইপ্যাড ব্যবহারকারীরা অ্যাপল অ্যাপ স্টোর ব্যবহার করুন। গুগল প্লে স্টোরের মতো, অ্যাপল অ্যাপ স্টোরেও আসল অ্যাপই থাকে।
অবশ্যই ওয়েব ঠিকানা অর্থাৎ অফিসিয়াল ওয়েবসাইটের URL চেক করতে হবে। যদি URLটি https দিয়ে শুরু হয়, তাহলে এর অর্থ হল সাইটটি সুরক্ষিত।
যদি শুধুমাত্র http দেখা যায়, তাহলে বুঝবেন সাইটে কিছু ত্রুটি আছে। তাই সবসময় শুধুমাত্র https ওয়েবসাইট ব্যবহার করুন।