30 November 2023
আপনাকে কে ব্লক করেছে? জানুন 1 সেকেন্ডে
অনেক সময় যখন কেউ বার বার ফোন বা মেসেজ করে বিরক্ত করে, তখন সেই নম্বরটিকে ব্লক করে দেন। তেমনটা আপনার সঙ্গেও নিশ্চয়ই অনেকবার হয়েছে।
আপনি কারও সঙ্গে যোগাযোগ করতে চেয়েও করতে পারেননি। তার কারণ হল সেই ব্যক্তি আপনাকে ব্লক করে রেখেছে। অথচ আপনি তা বুঝতেই পারছেন না।
উল্টে যোগাযোগ করার চেষ্টা করেই চলেছেন। ফলে সেক্ষেত্রে আপনার জন্য একটি বড় সমস্যা হয়ে দাঁড়ায়। যদিও কাউকে ব্লক করা খুব সহজ।
কিন্তু কে আপনাকে ব্লক করেছে তা খুঁজে পাবেন কীভাবে? ভাবছেন তো বিরাট ঝামেলার কোনও বিষয়। একেবারেই তা নয়।
আপনি খুব সহজেই জেনে যেতে পারবেন, কে আপনাকে ব্লক করেছে। তবে আপনাকে চ্যাটিং প্ল্যাটফর্মের এই সব দিক মাথায় রাখতে হবে।
আপনি যখনই কোনও মেসেজ পাঠাবেন, তখন খেয়াল করুন যে সেটি একটি টিক হয়েছে, নাকি দু’টো টিক হয়েছে। আপনার মনে হতে পারে অপর জনের নেট বন্ধ থাকলেও এমনটা হয়।
সেই ক্ষেত্রে সময় খেয়াল করুন। যদি দেখেন দীর্ঘক্ষণ বা দীর্ঘদিন ওভাবেই রয়েছে, তাহলে বুঝে নিতে হবে সেই ব্যক্তি আপনাকে ব্লক করেছেন।
যদি দেখেন Calling দেখাচ্ছে, তাহলে বুঝে নিতে হবে তার কাছে ফোনটি যাচ্ছে না। যদি Ringing লেখা দেখায়, তাহলে তার কাছে আপনার কলটি ঢুকছে।
আরও পড়ুন