ল্যাপটপ সাফাইয়ে কী করবেন আর কী করবেন না?

10 September 2023

ল্যাপটপ শুধু ব্যবহার করলেই হয় না। তা সময়ে সময়ে পরিষ্কারও করতে হয়। নাহলেই বিপদ।

অনেকেই বুঝতে পারেন না কীভাবে পরিষ্কার করবেন। এমন কিছু ভুল করে বসেন, যার জন্য প্রচুর টাকার ক্ষতি হয়ে যায়।

চলুন জেনে নেওয়া যাক ল্যাপটপ পরিষ্কার করার সময় কী করবেন না। অর্থাৎ পরিষ্কার কীভাবে করবেন, তা অনেকেই জানেন।

অনেকদিন ধরে একটি ভাল ইয়ারবাড কেনার প্ল্যান করেছেন? কিন্তু কোনটা কিনবেন কিছুতেই বুঝে উঠতে পারছেন না?

তাই আপনাকে জানানো হবে যে, ল্যাপটপ পরিষ্কার করার সময় কোন কোন বিশেষ দিকে নজর রাখবেন। আর সেই সব ভুল করবেন না।

ল্যাপটপ পরিষ্কার করতে কোন ধরনের রাসায়নিক বা অ্যালকোহল ব্যবহার করবেন না। সেসবে থাকা রাসায়নিকগুলি ল্যাপটপের ক্ষতি করতে পারে।

সমস্ত ল্যাপটপ এবং টিভিতে এলসিডি স্ক্রিন ব্যবহার করা হয়, তাই তা পরিষ্কার করার জন্য অ্যালকোহল ব্যবহার না করাই ভাল।

ল্যাপটপে জমে থাকা ধুলো পরিষ্কার করতে কোনও ধরনের স্প্রে ব্যবহার করবেন না। এতে আপনার ল্যাপটপের হার্ডওয়্যারের মারাত্মক ক্ষতি হতে পারে।

আপনার ল্যাপটপের স্ক্রিন পরিষ্কার করতে যে কোনও রকম তরল ব্যবহার করা থেকে এড়িয়ে চলুন। এতে ল্যাপটপের স্ক্রিনের পাশাপাশি হার্ডওয়্যারেরও ক্ষতি হতে পারে।

খুব খসখসে কোনও কাপড় ব্যবহার করবেন না। ফলে দাগ পড়ে যাওয়ার সম্ভবনা থাকে। প্রয়োজনে মাইক্রোফাইবার কাপড় ব্যবহার করুন।