1 Decemberr 2023

ল্যাপটপে স্ক্রিন রেকর্ডিং করুন তিন ক্লিকে

অনেক সময়ই স্ক্রিনশটের থেকে স্ক্রিন রেকর্ডিংয়ের প্রয়োজন বেশি হয়। আর অনেকেই জানেন না ল্যাপটপে কীভাবে স্ক্রিন রেকর্ডং করবেন।

মোবাইলে স্ক্রিন রেকর্ডিং কিভাবে করতে হয় তা অবশ্যই অনেকেরই জানা। যদি না জেনে থাকেন, তাহলে ফোনের নোটিফিকেশন বারে স্ক্রিন রেকর্ডিংয়ের অপশন রয়েছে।

সেই অপশনটিতে ক্লিক করলেই কাজ শেষ। কিন্তু ল্যাপটপেও কি কাজটা এতটাই সহজ? ল্যাপটপে স্ক্রিন রেকর্ডিং করতে হলে আপনাকে একই সঙ্গে তিনটি বোতাম টিপতে হবে।

এগুলি হল Window + Alt + R। এই তিনটি বোতাম একসঙ্গে টিপলেই আপনি স্ক্রিনের ডানদিকে রেকর্ডিং সাইন দেখতে পাবেন।

আপনি যখনই চাইবেন তখনই রেকর্ডিং বন্ধ করে দিতে পারেন। রেকর্ড করা ভিডিয়ো দেখতে, আপনাকে Window+G চাপতে হবে।

আপনি যদি MacOS-এ স্ক্রিন রেকর্ডিং করতে চান, তাহলে এর জন্য একই সঙ্গে Command + Shift + 5 টিপুন। আপনি ডেস্কটপে রেকর্ড করা ক্লিপগুলি পাবেন।

এবার এর মধ্যেও আপনি যদি আপনার ভয়েস রেকর্ড করতে না চান, তবে আপনি আরও একটি নতুন পদ্ধতি কাজে লাগাতে পারেন।

আপনি এর জন্য মিউট বোতামটি ব্যবহার করতে পারেন। আপনি যদি ভয়েস রেকর্ড করতে চান, তবে ল্যাপটপের ভলিউম ফুল রাখুন। এতে অডিয়োটি সঠিকভাবে রেকর্ড হয়ে যায়।