আধারের বায়োমেট্রিক লক করবেন কীভাবে?

3 October 2023

জালিয়াতদের নজর সবার প্রথমে পড়ছে আপনার আধার কার্ডের উপর। বিভিন্ন কম্পিউটার হ্যাক করে তারা আধার কার্ডের তথ্য পেয়ে যাচ্ছে।

আর সেই আধার কার্ডকেই ভুল কাজে ব্যবহার করে হাতিয়ে নিচ্ছে ব্যাঙ্কের যাবতীয় টাকা। কিন্তু এই সমস্যার সমাধান কী?

সাইবার বিশেষজ্ঞদের মতে, যে কোনও স্ক্যাম থেকে বাঁচতে নিজের বায়োমেট্রিক তথ্য লক করে রাখুন। কারণ প্রথমে আধার কার্ডের বায়োমেট্রিক তথ্য চুরি হচ্ছে।

তারা জানাচ্ছেন, মূলত একাধিক সরকারী ওয়েবসাইটে আধার বায়োমেট্রিক তথ্য জমা রয়েছে, সেগুলি হ্যাক করে এই তথ্য চুরি করছে অপরাধীরা।

অনলাইনে UIDAI-র অফিসিয়াল ওয়েবসাইট থেকে কীভাবে আধার বায়োমেট্রিক লক করবেন দেখে নিন। তারজন্য প্রথমে UIDAI’র অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে।

তারপর ‘Login’ বাটনে ক্লিক করতে হবে। এখানে 12 ডিজিটের আধার কার্ডের নম্বর একটি ক্যাপচা ফিল-আপ করতে হবে।

এবার ‘OTP’ অপশনে ক্লিক করতে হবে, ফোনে মেসেজ এলে সেটি ওয়েবসাইটে দিতে হবে। তারপরে হোমপেজে ‘Lock/Unlock Biometrics’ অপশনে ক্লিক করতে হবে।

এখানে ক্লিক করলে আধার কার্ডের বায়োমেট্রিক লক হয়ে যাবে। তবে আধার কার্ডের বায়োমেট্রিক একবার লক হলে তা আর কোথাও ব্যবহার করতে পারবেন না। তার জন্য আবার আনলক করতে হবে।