20 October 2023

WhatsApp-এ চ্যাট গোপন করার সহজ উপায়

অনেকেই জানেন না WhatsApp-এ একটি চ্যাট লকিং ফাংশন রয়েছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা তাঁদের চ্যাট লিস্ট থেকে একটা নির্দিষ্ট কথোপকথন নিরাপদ এবং গোপন করে রাখতে পারেন।

ফিচারটি সক্রিয় করে রাখতে আপনাকে যেতে হবে চ্যাট ইনফো অপশনে। সেখান থেকে স্ক্রল ডাউন করতে হবে ‘Chat Lock’ অপশনে।

তারপরই ফিচারটি সক্রিয় করতে পারবেন। বাই ডিফল্ট এই ফিচারটি নির্দিষ্ট কিছু চ্যাটের জন্য ফিঙ্গারপ্রিন্ট লক করে রাখে।

আপনি যখনই এটিকে সক্রিয় করবেন, তখনই সেটি চ্যাট লিস্টের ঠিক উপরে একটি ডেডিকেটেড ফোল্ডারে দৃশ্যমান হবে।

কোনও চ্যাট লক থাকলে তার অ্যাকসেস কীভাবে পাবেন? ফোনে হোয়াটসঅ্যাপ অ্যাপটি খুলে নিন। স্ক্রল ডাউন করে নিচে নামুন।

এবার যে চ্যাট লক থাকবে তার উপরে ট্যাপ করতে হবে অ্যাকসেস পাওয়ার জন্য। পরের পর্যায়ে ফোনের পাসওয়ার্ড বা বায়োমেট্রিক দিয়ে অথেনটিকেট করতে হবে। এরপরেই ওই চ্যাটের লক খুলে যাবে।

হোয়াটসঅ্যাপে চ্যাট লক ফিচার অন করলে ওই চ্যাটে থাকা সব মেসেজ লক হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত না আপনি চ্যাট আনলক করবেন মেসেজ দেখা যাবে না।

একাধিক চ্যাটের ক্ষেত্রে এই লক ফিচার চালু করা যাবে। হোয়াটসঅ্যাপের এই চ্যাট লক ফিচার অ্যান্ড্রয়েড এবং আইওএস দুই ভার্সানেই চালু হয়েছে বিশ্বজুড়ে।