26 November 2023

ফোন হারালেই প্রথম কাজ সিম কার্ড লক

দিনের পর দিন যেভাবে জালিয়াতির সংখ্যা বেড়েছে, তাতে স্ক্য়ামারদের চোখ এখন আপনার ফোনের সিমের দিকে।

তবে আপনি চাইলে আপনার সিম কার্ড লক করে রাখতে পারেন, যাতে ফোন হাতছাড়া হলেও কোনওভাবে সিমের অপব্যবহার না হয়।

স্মার্টফোনে লক সেট আপ করার মতো সহজেই আপনি সিম কার্ডটিও লক করতে পারেন। এক্ষেত্রে অন্য কেউ আপনার সেট করা পিন ছাড়া সিম ব্যবহার করতে পারবে না।

আর এই ফিচারটি অ্যান্ড্রয়েড এবং আইওএস, উভয় ধরনের স্মার্টফোনেই কাজে লাগানো যাবে। অ্যান্ড্রয়েড স্মার্টফোনে কীভাবে সিম লক করবেন?

আপনার স্মার্টফোন অ্যান্ড্রয়েড ওএস চালিত হলে প্রথমে তার Settings অ্যাপ খুলুন এবং Security অপশনে যান।

এরপর নীচের দিকে স্ক্রল করে More অপশনে ট্যাপ করুন। স্ক্রিনে সিম কার্ড লক অপশন প্রদর্শিত হলে সেটি সিলেক্ট করুন এবং নির্দিষ্ট পিন সেটআপ করুন।

এক্ষেত্রে প্রথমবার আপনাকে ডিফল্ট পিন লিখতে হবে, যারপর আপনি নতুন পিন দিয়ে সিম কার্ড লক করার অপশন পাবেন। তবে বিভিন্ন টেলিকম অপারেটরের ডিফল্ট পিন আলাদা।

তাই নতুন পিন দিয়ে সিম কার্ড লক করার পরে, সেটি এন্টার না করলে কিন্তু আপনিও নিজের সিম কার্ড ব্যবহার করতে পারবেন না।