25 November 2023

লেবু-নুনেই মিটবে মাইক্রোওয়েভের গন্ধ ও দাগ

মাইক্রোওয়েভের ভিতর রান্নার যে দাগ থাকে, তা পরিষ্কার করে ফেলা প্রয়োজন। নাহলে সেগুলি জমে ফেটে যেতে পারে মাইক্রোওয়েভ।

অনেকেই এটিকে খুব কঠিন কাজ মনে করেন। কিন্তু একেবারেই তা নয়। আপনি খুব সহজেই রান্না ঘরে থাকা কিছু জিনিস দিয়ে পরিষ্কার করতে পারবেন।

তার জন্য সবার আগে মাইক্রোওভেনের প্লাগ খুলে নিন। আর দেখে নিন মাইক্রোওয়েভের কোন কোন অংশ খুলে নেওয়া যেতে পারে।

এতে পরিষ্কার করতে আরও সহজ হবে। তারের মধ্যে ময়লা থাকলে পরিষ্কার করে নিন। কারণ তারের মাধ্যমেই যেহেতু বিদ্যুৎ যায় তাই এটি পরিষ্কার রাখা খুব দরকার।

মাইক্রোওয়েভ পরিষ্কার করার জন্য বেকিং সোডা আর জলের মিশ্রণ বেস্ট। এটি খুব সহজেই রান্নার দাগ তুলে দেয়। একটি পাত্রে বেকিং সোডা আর জল মিশিয়ে নিন।

এটি দাগের ওপর লাগিয়ে রেখে 5 মিনিট রেখে দিন। এবার একটা কাপড় দিয়ে ওই মিশ্রণ মুছে নিলেই মাইক্রোওয়েভ একদম পরিষ্কার হয়ে যাবে।

লেবু এবং নুন খুব সুন্দর মাইক্রোওয়েভ পরিষ্কার করে। একটি পাতিলেবু নিয়ে অর্ধেক করে নিন। কাটা অংশটা নুনে ঠেকিয়ে মাইক্রোওয়েভের ভিতর ও বাইরের অংশ ভাল ভাবে ঘসে নিন।

তারপর একটি কাপড় দিয়ে মাইক্রোওয়েভের দেওয়াল পরিষ্কার করে নিন। লেবুর জন্য় একটা সুন্দর গন্ধ আসে। আর রান্নার গন্ধটা চলে যায়।