19 November 2023
ভুলেও এসব জিনিস দেবেন না মিক্সার গ্রাইন্ডারে
মিক্সার গ্রাইন্ডার ব্যবহার করার সময় বিশেষ কিছু বিষয় নজরে রাখা খুব দরকার। নাহলে যে কোনও সময় বড় বিপদ হয়ে যাওয়ার সম্ভবনা থাকে।
আপনাকে এমন কিছু টিপস জানানো হবে, যাতে আপনি জেনে যেতে পারবেন যে মিক্সার ব্যবহার করার সময় কী কী প্রয়োজন। আর কী কী করা উচিত নয়।
আইস কিউব মিক্সারের ব্লেডের জন্য খুব খারাপ। বরফের কিউবগুলি পাথরের মতো শক্ত হয়, তাই ব্লেডটি ভেঙে যেতে পারে।
কখনও কখনও ব্লেডটি বেঁকেও যেতে পারে। ফলে তা পাল্টাতে আবার আপনাকে অনেক টাকা খরচ করতে হবে। তাই এই ভুল করবেন না।
আপনি চাইলে প্রথমে মশলাগুলোকে ছোট ছোট টুকরো করে নিয়ে তারপর মিক্সারে দিয়ে দিতে পারেন। এতে কোনও সমস্যা দেখা দেবে না।
মেশিনে কোনও গরম বস্তু দেওয়া উচিত নয়। এতে মিক্সার চালানোর সঙ্গে সঙ্গে তা গরম হয়ে গিয়ে ফেটে যেতে পারে।
বড় বীজের যে কোনও ফল মিক্সারে দেবেন না। এতে ব্লেডের উপর চাপ পড়ে। ব্লেডে বীজ আটকে গেলে ব্লেড ভেঙ্গে যেতে পারে।
আপনি যদি এই জাতীয় ফল যোগ করেন, তবে মনে রাখবেন যে আগেই বীজগুলি বের করে ফেলে দিয়ে তারপরে মিক্সারে দিতে হবে।
আরও পড়ুন