অনেক সময় স্মার্টফোন থেকে কল করা সম্ভব হয় না। তবে এর জন্য একেক ব্যবহারকারীর ক্ষেত্রে একেক রকম সমস্যা হতে পারে।
কখনও কখনও স্মার্টফোনের সেটিংসে কিছু সমস্যার কারণে এমনটা ঘটে। তবে এবার এই সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন।
এখানে আপনাকে এমন কিছু কারণ জানানো হবে, যা থেকে আপনি বুঝে যাবেন, কেন আপনার ফোনে এই ধরনের সমস্যা হয়।
যদি আপনার স্মার্টফোন থেকে কোনওভাবেই কল না যায়, তবে এটি হতে পারে যে, আপনার ফোনে ভাল নেটওয়ার্ক কানেকশন নেই।
নেটওয়ার্ক সংযোগ বা কানেকশন ঠিক করতে, ফোনটি বন্ধ করে তারপর চালু করতে হবে৷ এ জন্য নেট অন করেও আপনার জায়গা পরিবর্তন করতে পারেন।
এই ধরনের সমস্যা হলে স্মার্টফোনের এয়ারপ্লেন মোড অন করে আবার অফ করুন। এতেও অনেক সময় সমস্যার সমাধান হয়।
যদি আপনার স্মার্টফোন থেকে কল করতে না পারেন, তাহলে আপনি ফোন রিস্টার্ট করার অপশনে যেতে পারেন। অনেক সময় এতেও সমস্যার সমাধান হয়।
আপনি যদি সমস্ত পদ্ধতি অবলম্বন করে থাকেন, তাও এখনও কল করতে সমস্যা হচ্ছে, তাহলে আপনি ফ্যাক্টরি রিসেট করতে পারেন। তবে এতে ফোনে উপস্থিত ডেটা সম্পূর্ণ ডিলিট হয়ে যায়।