ফোন একটু পুরনো হলেই তাতে বিভিন্ন সমস্যা দেখা দিতে থাকে। চার্জিং থেকে শুরু করে, ফোন গরম হয়ে যাওয়া, আরও অনেক কিছু।
সকাল বেলা ঘুম থেকে উঠে, রাতে শুতে যাওয়া পর্যন্ত অনেকেই এক মুহূর্তও ভাবতে পারেন না। ফলে ব্যবহার করতে করতে ব্যাটারি ফুরিয়ে গেলেই চার্জিং শুরু করেন সকলে।
কিন্তু তারপরেও সবচেয়ে সাধারণ যে সমস্যাটি দেখা যায়, তা হল ফোনে দ্রুত চার্জ হতে চায় না। এবার আপনি এই সমস্যা থেকে মুক্তি পাবেন।
আপনাকে এমন কিছু টিপস জানানো হবে, যাতে আপনি খুব সহজেই এই
ঝামেলা থেকে মুক্তি পাবেন। তার জন্য ফোনের কিছু সেটিংস পাল্টে ফেলতে হবে।
ফোনে কোনও সমস্যা হলে প্রথমেই ফোন রিস্টার্ট করার চেষ্টা করুন। এতেই অনেক সমস্যা মিটে যায়। ফোন রিস্টার্ট করলে, ব্যাকগ্রাউন্ড-এ চলতে থাকা সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে।
ফোন রিস্টার্ট করার পরও যদি চার্জ না হয়। তাহলে ফোনটি সেফ মোডে চালু করুন। যদি সেফ মোড-এ ফোন চার্জ করা যায়, তাহলে বুঝতে হবে, যে ফোনটিতে অন্য কোনও সমস্যা হয়েছে।
অ্যান্ড্রয়েডে সেফ মোড চালু করতে গেলে প্রথমেই পাওয়ার বোতামটি খানিকক্ষণের জন্য টিপে রাখতে হবে। তারপরেই আপনাকে সেই অপশন দেবে। তবে সব ফোনে এই অপশন নাও থাকতে পারে।
চার্জিং পোর্ট পরিষ্কার করলেও এই সমস্যার সমাধান হয়। কখনও কখনও ময়লা পড়েও চার্জিং-এ গোলমাল হয়। ফলে চার্জ হতে চায় না।