18 October 2023

ফোন চার্জ দেওয়ার আগে জানুন 6 জরুরি তথ্য

একাধিক কাজ করার জন্য ফোনের ব্যাটারি ভাল রাখা খুবই প্রয়োজনীয়। এখনকার দিনে বেশিরভাগ স্মার্টফোন ব্যবহারকারীই অ্যান্ড্রয়েড ডিভাইস ব্যবহার করেন।

আর বেশিরভাগ অ্যান্ড্রয়েড ডিভাইসেই লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করা হয়। তাই স্মার্টফোনের ব্যাটারি অনেকদিন ভাল রাখতে কয়েকটি নিয়ম মেনে চলুন।

অনেক সময় ফোনটি ব্যবহার করতে করতে গরম হয়ে যায়। অত্যধিক গরম থাকাকালীন চার্জে দেবেন না। এতে ব্যাটারির ক্ষতি হতে পারে।

প্রয়োজনে চার্জ করার সময় মোবাইলের কভারটি খুলে রাখুন। কারণ চার্জ করার সময় মোবাইল কেস ব্যবহার করলে ফোন অতিরিক্ত গরম হয়ে যেতে পারে।

ফোনের ব্যাটারি কখনোই 0 শতাংশ পর্যন্ত ডিসচার্জ করে 100 শতাংশ চার্জ দেওয়া উচিত নয়। 75 শতাংশ থেকে 80 শতাংশ পর্যন্ত চার্জই যথেষ্ট।

ফোনের চার্জ সম্পূর্ণ শেষ করে চার্জে দিলে ব্যাটারির ওপর চাপ পড়ে। ডিভাইসে 25 শতাংশ চার্জ থাকাকালীনই ফোনে চার্জ দেওয়া উচিত। এতে ব্যাটারি ভাল থাকে।

যখনই ফোনটিকে চার্জে রাখবেন, চেষ্টা করবেন যাতে ফোনের ব্রাইটনেশ একদম কম থাকে। আর যদি লাইভ ওয়ালপেপার থাকে, তবে তা বন্ধ করে দিন।

আপনার যদি 5G ইন্টারনেট প্রয়োজন না হয় তাহলে ব্যাটারি সংরক্ষণের জন্য মোবাইল ডেটা ব্যবহার করার সময় 4G LTE-তে স্যুইচ করুন। এতে ফোন তাড়াতাড়ি চার্জ হবে।