26 October 2023

ঝড়বৃষ্টি হবে কি? জানিয়ে দেবে এই অ্যাপ

কোথাও রোদ তো আবার কোথাও বৃষ্টি। বাইরে বেরনো দায় হয়ে গিয়েছে। এমন পরিস্থিতিতে যদি আবহাওয়ার সঠিক তথ্য না থাকে তাহলেই মুশকিল।

তবে এবার থেকে আগেভাগেই জেনে যাবেন কোথায় কেমন ওয়েদার রয়েছে। তার জন্য আপনাকে জানানো হবে 4টি দারুণ ওয়েদার অ্যাপ সম্পর্কে।

আপনি এই সব অ্যাপ ব্যবহার করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে। মোবাইলে এই অ্যাপ খুলে আবহাওয়ার লেটেস্ট আপডেট জেনে নিতে পারবেন।

এই সকল অ্যাপ গুগল প্লে স্টোর এবং অ্যাপ স্টোর থেকেই ডাউনলোড করা যাবে। এমনকি চালাতেও পারবেন অ্যান্ড্রয়েড ও আইফোন সবেতেই।

The Weather Channel অ্যাপটি বহুজাতিক তথ্য প্রযুক্তি সংস্থা IMB দ্বারা তৈরি করা হয়েছে। এতে রয়েছে একাধিক ইন্ডিকেটর যেমন -আদ্রতা, সূর্যোদয় ও সূর্যাস্ত এর সময় ইত্যাদি।

IMD MAUSAM নামের অ্যাপটি ভারতের আবহাওয়া বিভাগ (Indian Meteorological Department) এবং ভূ-বিজ্ঞান মন্ত্রণালয় দ্বারা তৈরি করা হয়েছে।

Skymet Weather নামক এই অ্যাপটিও মেড ইন ইন্ডিয়া ওয়াদার অ্যাপ্লিকেশন। প্রতিদিন 3 ঘণ্টার আবহাওয়া আপডেট এবং রিয়েল টাইম তাপমাত্রা দেখার সুবিধা রয়েছে অ্যাপে।

AccuWeather অ্যাপটি ফোনে ডাউনলোড করে নিতে পারেন। ভারতের প্রায় সব শহরেই আবহাওয়াই দেখতে পাবেন এই অ্যাপে।