14 December 2023

ফোনে Pink WhatsApp রয়েছে নাকি?

credit: Instagram

TV9 Bangla

জালিয়াতির একটি নতুন পথ হল পিঙ্ক হোয়াটসঅ্যাপ। আপনি কি আপনার স্মার্টফোনে পিঙ্ক হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করেছেন?

যদি করে থাকেন, তাহলে এখনই সতর্ক হন। নাহলে কয়েক সেকেন্ডের মধ্যেই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্ত টাকা উধাও হয়ে যাবে।

এই সমস্যা নতুন নয়, এর আগেও গোলাপী হোয়াটসঅ্যাপ মেসেজিং প্ল্যাটফর্ম জালিয়াতির বড় কারণ হয়ে উঠেছিল। সেই আতঙ্ক আবার ফিরে এল।

জালিয়াতির বিষয়ে সতর্কতা জারি করা হয়েছে। অতিরিক্ত ফিচার সহ নতুন গোলাপী হোয়াটসঅ্যাপ মেসেজিং প্ল্যাটফর্ম ব্যবহার করা হচ্ছে।

তাতে এমন কিছু ক্ষতিকারক সফ্টওয়্যার রয়েছে, যার মাধ্যমে যে কারও মোবাইল হ্যাক করা যাচ্ছে। আর ব্যক্তিগত তথ্য হ্যাকারদের কাছে চলে যাচ্ছে।

কীভাবে এই Pink WhatsApp সবার মোবাইলে পৌছিয়ে যাচ্ছে? স্মার্টফোন ব্যবহারকারীদের কাছে একটি জাল URL লিঙ্ক যাচ্ছে, তাতে গোলাপী হোয়াটসঅ্যাপ লোগো আপডেট করার জন্য ডাউনলোড করতে বলা হচ্ছে।

এটি একটি ফিশিং লিঙ্ক এবং এর ফলে ব্যবহারকারীরা তাদের মোবাইলের নিয়ন্ত্রণ হারাচ্ছে। এমনকি কয়েক সেকেন্ডেই হ্যাক হয়ে যাচ্ছে মোবাইল।

ফলে মোবাইলের সমস্ত ডেটা হ্যাকারদের হাতে পৌছে যাচ্ছে। এমনকি এর জন্য আপনার কাছে কোনও রকম OTP আসবে না। প্রতারকরা এর মাধ্যমে সহজেই ফোনের ডেটা অ্যাক্সেস করতে পারছে।