ইউজারদের সুবিধার জন্য হোয়াটসঅ্যাপ মাঝে মাঝেই নতুন আপডেট আনতে থাকে। তবে তার অনেক কিছুই বহু মানুষের অজানা।
ইউজারদের প্রাইভেসি যাতে নিরাপদ থাকে তার জন্য বেশ অনেকগুলি ফিচার্স প্ল্যাটফর্মে যোগ করেছে হোয়াটসঅ্যাপ।
আজই নিজের হোয়াটসঅ্যাপ নিরাপদ রাখতে এই 10 প্রাইভেসি ফিচার জেনে নিন। এতে আপনি কোনও রকম বিপদে পড়বেন না।
চ্যাট লক ব্যবহার করুন। হোয়াটসঅ্যাপে যে কোনও চ্যাট এবার লক করে রাখতে পারবেন। যেমন ফোন লক রাখেন ঠিক তেমনই বায়োমেট্রিক পদ্ধতিতে।
রিড রিসিপ্ট বন্ধ করে রাখুন। আপনাকে যে মেসেজ পাঠালো সে বুঝতেই পারবে না, যে আপনি মেসেজটি পড়েছেন কি না।
যাদের কাছেই আপনার নম্বর রয়েছে তারা আপনাকে হোয়াটসঅ্যাপে ফোন করলে, তা এড়াতে সাইলেন্স কল ফিচার ব্যবহার করতে পারেন।
স্টেটাস হাইড করে রাখতে পারেন। নির্দিষ্ট কিছু ব্যক্তিদের থেকে নিজের প্রোফাইল পিকচার, স্টেটাস এবং লাস্ট সিন লুকোতে পারবেন।
হোয়াটসঅ্যাপে নিজের নিরাপত্তা বাড়াতে ফিঙ্গারপ্রিন্ট লক ব্য়বহার করতে পারবেন। এর জন্য সেটিংস তারপর প্রাইভেসিতে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট লক অপশনটি চালু করে দিতে হবে।