24 November 2023
ফোনেই করুন প্রফেশনাল ফটোগ্রাফি
ভাল ঝকঝকে ফটো তোলার জন্য DSLR ক্যামেরার প্রয়োজন নেই। ফোন দিয়েই আপনি ভাল ও প্রফেশনাল ফটোগ্রাফি করতে পারবেন।
তবে এর জন্য আপনাকে ক্যামেরার সব অপশনের কাজ বুঝতে হবে, তবেই আপনি একজন পেশাদার ফটোগ্রাফার হতে পারবেন।
প্রথমেই ফটোতে ক্লিক করার আগে, আপনাকে নিশ্চিত করতে হবে যে, আপনার ফোনের ক্যামেরা একেবারে পরিষ্কার আছে।
কারণ বেশির ভাগ সময় ফোন হাতে থাকে এবং এর কারণে অনেক সময় ক্যামেরায় আঙুলের ছাপ পড়ে যায়। এতে ছবি আবছা আসে।
আবার কখনও ধুলোও আটকে থাকে। যার কারণে ফটোতে ক্লিক করার সময় বার বার ঝাপসা দেখায়। তাই আপনার ফোনের ক্যামেরা পরিষ্কার করতে ভুলবেন না।
প্রফেশনাল ফটোগ্রাফি বা ভিডিয়ো তৈরি করার সময় আপনাকে মনে রাখতে হবে যে, শুধুমাত্র ল্যান্ডস্কেপ মোডে ফটো ক্লিক করতে হবে।
ল্যান্ডস্কেপ মোডে তুললে ছবির ফ্রেম ভাল আসে। ল্যান্ডস্কেপ মোড ব্যবহার করলে বেশি ব্যাকগ্রাউন্ড কভার করা সম্ভব হয়। তাই সেদিকে খেয়াল রাখবেন।
আপনি যদি আপনার স্মার্টফোন থেকে প্রফেশনাল ফটোগ্রাফি করতে চান তবে মনে রাখবেন যে এটির জন্য দুর্দান্ত আলো থাকা প্রয়োজন।
আরও পড়ুন