হুবহু বাবা-মায়ের গলা, ফোন এলেই সাবধান হোন

3 October 2023

স্ক্যামাররা মানুষকে ঠকানোর জন্য একের পর এক অভিনব উপায় খুঁজে বের করছে। আর সব কিছু থেকেই সচেতন থাকতে হবে আপনাকে।

এবার স্ক্যামাররা আত্মীয় পরিজন, মা-বাবার গলার আওয়াজ হুবহু নকল করে প্রতারণা করছে। তবে এই স্ক্যাম কীভাবে করছে স্ক্যামাররা?

গলার আওয়াজের হুবহু একটি ভয়েস পাঠিয়ে প্রতারণা করার চেষ্টা করছে তারা। কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে এই জালিয়াতি খুব সহজেই করতে পারছে স্ক্যামাররা।

আপনি জানলে অবাক হবে, এই স্ক্যাম এতটাই নিখুঁত ভাবে করা হচ্ছে যে, সাধারণ মানুষের পক্ষে তা ধরা অসম্ভব। কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য ছাড়া তা প্রায় অসম্ভব।

এই পদ্ধতিকে বলা হচ্ছে ভয়েস ক্লোনিং। তবে এই প্রতারণা থেকে বাঁচবেন কীভাবে? তার জন্য কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে।

অজানা কল থেকে ফোন এসে সতর্ক হয়ে যান। কেউ যদি টাকা বা ব্যক্তিগত তথ্য শেয়ার করার কথা বলে তখন তার পরিচয় না জানা অবধি তাকে কোনও তথ্য দেবেন না।

যদি মনে হয় খুব চেনা পরিচিত কোনও গলা। তাতেও সতর্ক হয়ে যান। প্রয়োজনে সেই ব্যক্তির নম্বরে ফোন করে নিন। মনে রাখবেন মানুষের আওয়াজ ক্লোন করা খুবই সহজ।

এর জন্য বর্তমানে একাধিক AI টুল রয়েছে। তাই কোনও পাবলিক প্ল্যাটফর্মে নিজের গলার আওয়াজ অর্থাৎ ভয়েস রেকর্ড আপলোড করবেন না।