বর্ষায় ফোনের যত্ন নেবেন কী করে? কারণ সাধের ফোনটাকে তো আর কোনও মতেই বৃষ্টিতে ভিজতে দেওয়া যায় না। একবার জল ঢুকে গেলেই বিপদ।
তাই বৃষ্টির জল থেকে ফোনটিকে রক্ষা করার জন্য আপনাকে মেনে চলতে হবে বিশেষ কিছু উপায়। আপনার সঙ্গে সবসময় একটি সিলিকন কভার রাখুন।
এগুলো জলরোধী হয় এবং বৃষ্টিতে ফোনকে কোনওভাবেই ভিজতে দেয় না। আপনি যদি কভারের ভিতরে রেখে ফোনটি ব্যাগে রাখেন, তাহলে ব্যাগ ভিজে গেলেও কোনও সমস্যা হয় না।
আর যদি কোনও কল রিসিভ করার জন্য বৃষ্টিতে ফোন বেরও করেন, তাতেও কোনও সমস্যা হবে না। কারণ কোনওভাবেই কভারের মধ্যে জল ঢুকবে না।
তবে যদি কভার না থাকে, তাহলে আপনার কাছে একটি প্লাস্টিকও রাখতে পারেন। আপনি তাতেও ফোনটি রেখে দিতে পারেন। তবে সেক্ষেত্রে সমস্যা হতেও পারে।
অনেক ফোন কভার আছে যেগুলো ওয়াটারপ্রুফ। এগুলো ব্যবহার করতে পারেন। আপনি যে কোনও ফোনের কভারের দোকান থেকে কিনতে পারবেন।
দামও খুব একটা বেশি হয় না। এমনকি অনলাইনেও কিনে নিতে পারবেন। তবে এমন হয় যে, আপনি সেই কভারটি পরিয়ে বৃষ্টিতে ফোনটি ব্যবহার করতে পারবেন।
বাইরে প্রচুর বজ্রপাত হলে ফোন বন্ধ করে দেওয়া উচিত। বজ্রপাতের কারণে আপনার ডিভাইসের ক্ষতি হতে পারে। ফোনটি যদি ভিজে যায় তবে তা সঙ্গে সঙ্গে পরিষ্কার করুন।