মিস কলেই খালি হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট
22 September 2023
বর্তমানে যে হারে সাইবার ক্রাইমের মতো অপরাধ বেড়েছে, তাতে সব সময় সচেতন থাকা খুব দরকার। নাহলেই নেমে আসবে বিপদ।
দেশে নানা ধরনের প্রতারণার ঘটনা সামনে আসছে। আপনি শুনলে অবাক হবেন এখন মিসড কলেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফাঁকা হয়ে যাচ্ছে।
তার জন্য কল রিসিভের প্রয়োজন হচ্ছে না। এই প্রক্রিয়াকে বলা হচ্ছে সিম-সোয়াপ জালিয়াতি। অর্থাৎ ফোন এলেই ফাঁকা হচ্ছে অ্যাকাউন্ট।
এই ধরনের জালিয়াতি করার জন্য, প্রতারকরা ভুয়ো মেইল, ভুয়ো ফোন কল, ভুয়ো টেক্সট মেসেজ ইত্যাদির মাধ্যমে তথ্য পায়।
এই জালিয়াতি থেকে বাঁচবেন কীভাবে? চিন্তা করবেন না। আপনাকে এই ধরনের প্রতারণা থেকে বাঁচার কিছু উপায় জানানো হবে।
প্রথমেই মনে রাখবেন আপনার গুরুত্বপূর্ণ তথ্য কারও সঙ্গে শেয়ার করবেন না। আপনার পরিচিত কারও নাম নিলেও সচেতন হোন।
শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন। আপনার এলাকায় ভাল নেটওয়ার্ক না থাকলে, নেট ব্যাঙ্কিং বন্ধ করুন। নাহলে সমস্যায় পড়তে পারেন।
যদি কোনও রকম সন্দেহজনক পরিস্থিতি মনে হয়, তাহলে সচেতন হয়ে যান। প্রয়োজনে ব্যাঙ্কের অপারেটরের সঙ্গে যোগাযোগ করুন।
আরও পড়ুন