18 October 2023
বিমানে উঠলেই ফোন ফ্লাইট মোডে রাখতে হয় কেন?
ফ্লাইটে যাতায়াত করেন বা ফ্লাইটে কোথাও ঘুরতে গিয়েছেন? তাহলে নিশ্চয়ই জানবেন, ফ্লাইটে ফোন ব্যবহার করা যায় না।
নয় ফোনটিকে পুরো সুইট অফ করতে হয়, আর নয় এয়ারপ্লেন মোড না ফ্লাইট মোড করতে হয়। আর সবাই সেটা করেও দেন।
যদি না জেনে থাকেন, তাহলে জেনে নিন ফ্লাইটে ওঠার আগে, আপনাকে আপনার সমস্ত ইলেকট্রনিক ডিভাইস বন্ধ করতে হয় বা এয়ারপ্লেন মোডে রাখতে হয়।
কিন্তু অনেকেই এয়ারপ্লেন মোড অন করতে অস্বীকার করেন। এমনকি টেক অফের পরেও ফোনে কথা বলতে থাকেন।
এটা একেবারেই ভুল। তবে কেন ফ্লাইটে এয়ারপ্লেন মোড প্রয়োজন হয়? এই উত্তর অনেকের কাছেই আজানা। তাই চলুন জেনে নেওয়া যাক।
কারণ ফোন থেকে আসা সিগন্যাল বিমানের ইলেকট্রনিক সিস্টেমটিকে খারাপ করে দিতে পারে। এতে বিমানের নিয়ন্ত্রণে সমস্যা হতে পারে এবং দুর্ঘটনা ঘটতে পারে।
তাই টেক অফ হওয়ার আগেই সবাইকে বলা হয়, ফোন সুইচ অফ করতে বা এয়ারপ্লেন মোড অন করে নিতে।
তাই পরের বার আপনি যখনই ফ্লাইটে উঠবেন, তখন আপনার ফোনটিকে এয়ারপ্লেন মোডে রাখতে ভুলবেন না।
আরও পড়ুন