12 November 2023
WhatsApp-এ ডিলিট করা মেসেজ পড়ে ফেলুন এভাবে
অনেক সময় কেউ কোন মেসেজ ডিলিট করে দিলে আর জানা যায় না, সেই মেসেজে কী লেখা ছিল। তবে এবার থেকে আপনি ডিলিট করে দেওয়া মেসেজ পড়তে পারবেন।
আপনি যদি একটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহার করেন, তাহলে এখানে দেওয়া টিপসগুলো আপনার অনেক কাজে আসতে পারে।
ডিলিট করা মেসেজ পড়ার জন্য সবার প্রথমে আপনার ফোনে সেটিংস অ্যাপ খুলতে হবে। তারপর আপনাকে নোটিফিকেশন অপশন সিলেক্ট করতে হবে।
এবার আপনাকে নোটিফিকেশন হিস্ট্রিতে ট্যাপ করতে হবে। নোটিফিকেশন হিস্ট্রি ফোনের যে কোনও নোটিফিকেশনই স্টোর করে রাখে।
এবার আপনাকে নোটিফিকেশন হিস্ট্রি enable করতে হবে। এভাবে আপনি WhatsApp বা ইনস্টাগ্রামে যে কোনও ডিলিট করা মেসেজ দেখতে পাবেন।
তবে নোটিফিকেশন হিস্ট্রিতে মেসেজ শুধুমাত্র 24 ঘন্টার জন্যই সেভ করা যায়। তারপরে এই মেসেজগুলি ডিলিট হয়ে যায়।
তাই যদি আপনি কারও ডিলিট করা মেসেজ পড়তে চান, তাহলে আপনাকে সেই মেসেজ 24 ঘন্টার মধ্যেই পড়তে হবে।
তবে ভারতের সবচেয়ে জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড Xiaomi তাদের ইউজারদের এই ফিচারটি দেয় না। তাই তারা এই সুবিধা পাবেন না।
আরও পড়ুন