Realme GT5 Pro 1

25 October 2023

কবে আসছে Realme GT5 Pro?

Realme GT5 Pro 3

Realme গত কয়েক মাসে অনেক স্মার্টফোন লঞ্চ করেছে। তাতে বাজেট সেগমেন্ট থেকে প্রিমিয়াম এবং ফ্ল্যাগশিপ লেভেল পর্যন্ত স্মার্টফোন রয়েছে।

Realme GT5 Pro 4

কোম্পানি চলতি বছরের অগস্ট মাসে ভারতীয় বাজারে Realme GT 5 লঞ্চ করেছিল। তবে এবার গ্রাহকদের জন্য Realme GT5 Pro লঞ্চ করতে পারে।

Realme GT5 Pro 6

ইতিমধ্যেই এর টিজার প্রকাশ করেছে। টিজার প্রকাশের পর, এটি নিশ্চিত করা হয়েছে যে সংস্থাটি শীঘ্রই এটি লঞ্চ করবে।

বর্তমানে, এর লঞ্চের তারিখ সম্পর্কে কোনও প্রকাশ করা হয়নি। Realme GT5 Pro-এর টিজার নিয়ে SmartPrice একটি রিপোর্ট প্রকাশ করেছে।

Realme-র প্রকাশিত পোস্টারে Realme GT5 Pro লেখা রয়েছে। এই পোস্টারে, কোম্পানি আসন্ন স্মার্টফোন সম্পর্কে কোনও তথ্য দেয়নি।

তবে কিছু তথ্য ফাঁস হয়েছে। সেই অনুযায়ী এই স্মার্টফোনটি নভেম্বরের শেষ সপ্তাহে বা ডিসেম্বরের শুরুতে লঞ্চ হতে পারে।

Realme GT5 Pro-এর স্পেসিফিকেশন সম্পর্কে কোম্পানির তরফ থেকে কোনও তথ্য দেওয়া হয়নি। তবে এই স্মার্টফোনটিতে একটি 6.82 ইঞ্চি OLED প্যানেল ডিসপ্লে থাকবে।

স্মার্টফোনটি প্রিমিয়াম সেগমেন্টে আসতে পারে। এর ডিসপ্লেতে 144Hz এর রিফ্রেশ রেটও থাকবে। কোম্পানি Realme GT5 Pro-তে Snapdragon 8 Gen 3 লেটেস্ট প্রসেসর দিতে পারে।