কাজের সময় ফোন হ্যাং? কাজে লাগান এই ট্রিকস

3 September 2023

বর্তমানে প্রায় সকলের কাছেই ফোন হল একটি গুরুত্বপূর্ণ জিনিস। কারণ অফিসের কাজ থেকে শুরু করে দৈনন্দিন কাজ, ফোন ছাড়া হয় না।

ফোন ব্যবহার করার সময় সবচেয়ে বিরক্তিকর বিষয় হল ফোনের ধীরগতি বা বার বার হ্যাং হওয়া। কিন্তু কী কারণে ফোন হ্যাং করে?

আপনার ফোনেও কি এই একই সমস্যা দেখা দেয়? তাহলে আপনাকে তার সমাধান দেওয়া হবে।

কয়েকটি সহজ বিষয় মেনে চললে ফোনের গতি সহজেই বাড়ানো যায়। এক নজরে দেখে নেওয়া যাক সহজ কয়েকটি উপায়।

প্রথমেই ফোনটিকে আপডেট করতে হবে। লেটেস্ট ফার্মওয়্যার দিয়ে আপডেট করুন। তাহলে অনেক সমস্যার সমাধান হবে।

অ্যান্ড্রয়েডের নতুন অপারেটিং সিস্টেম আপগ্রেডে শুধু নতুন ফিচারই পাবেন না, এটি খুব বেশি স্পিডে চলতেও শুরু করে।

যে অ্যাপগুলি ব্যবহার করা হয় না, সেগুলি ফোন থেকে ডিলিট করে ফেলুন। এর ফলে মেমরি খালি হয়, তাই ফোনের স্পিড বেড়ে যেতে পারে।

ফোনটিকে ভালভাবে চালাতে গেলে, গুগল প্লেতে গিয়ে চেক করতে হবে এবং আপডেট থাকলে সেই অ্যাপ আপডেট করতে হবে।

অনেক সময় লাইভ ওয়ালপেপার অটোমেটিকভাবে চালু হয়ে যায়। কিন্তু, লাইভ ওয়ালপেপার ফোনের পারফরম্যান্সের জন্য ভাল নয়। তাই না রাখাই ভাল।