call record 3
insomnia 3

13 January 2024

Google Photo-র ডিলিট ছবি ফিরে পান

credit: istock

image

TV9 Bangla

google photo 1

Google Photo-তে সমস্ত ছবি খুব সযত্নে রেখেছেন। কিন্তু সেই অ্যাপ থেকেই যদি ছবি ডিলিট হয়ে যায়। তাহলে কী করবেন?

second hand mobile2

মুছে যাওয়া ছবিগুলির জন্য গুগল ফটোসের ট্র্যাশ বিন একটি ডিজিটাল রিসাইক্লিং সেন্টারের মতো কাজ করে। কারণ মুছে যাওয়া ফটো বা ভিডিয়োগুলি 60 দিনের জন্য সেভ থাকে।

google photo 2

তাই ভুলবশত কোনও ছবি ডিলিট হলে ট্র্যাশ বিন অ্যাক্সেস করার জন্য প্রথমে আপনি ফোন বা ট্যাবলেটে গুগল ফটোস অ্যাপ খুলুন।

তারপর স্ক্রিনের নিচে “Library”-তে ট্যাপ করুন। এবার অন্যান্য অপশনগুলির মধ্যে ট্র্যাশ অপশনটি সিলেক্ট করুন।

এবার ব্রাউজ করে আপনি যে ফটোটি হারিয়েছেন সেটি খুঁজুন এবং ছবি পাওয়ার পর সেটির উপর ক্লিক করুন। তারপর “Restore” অপশনে ক্লিক করুন।

এইবার মুছে যাওয়া বা ডিলিট হয়ে যাওয়া ছবি ফটো লাইব্রেরি, অ্যালবাম এমনকী ফোনের গ্যালারিতেও ফিরে পাবেন।

কিন্তু যদি ট্র্যাশ বিনেও ছবি না থাকে তাহলে কী করবেন? সেক্ষেত্রে কখনও কখনও গুগল ফটোস থেকে ছবি মুছে যাওয়ার পরও ছবিগুলি গুগল ড্রাইভে থাকতে পারে।

তাই গুগল ড্রাইভে ফাইলের নাম বা কিওয়ার্ড ব্যবহার করে হারিয়ে যাওয়া ছবিটি খুঁজুন। যদি সেখানে থাকে, তবে তা Restore করে নিন।