গুগল ফটো থেকেও যদি আপনি কোনও ছবি ডিলিট করে ফেলেন? কী হবে তাহলে? রিকভার করার কি কোনও অপশন আছে?
অবশ্যই আছে। গুগল ফটো থেকে কোনও ছবি ডিলিট করে ফেললে তা রিকভারও করতে পারবেন। জেনে নিন। ডিলিট হওয়া ছবি গুগল ফটোজ়ে রিকভার কী ভাবে করবেন?
প্রথমে অ্যান্ড্রয়েড মোবাইল, অ্যান্ড্রয়েড ট্যাবলেট থেকে কোনও ছবি বা ভিডিয়ো রিস্টোর করতে গুগল ফটো অ্যাপটি খুলুন।
তারপর নীচে লাইব্রেরি অপশনে ট্যাপ করে ট্র্যাশ ফোল্ডারে চলে যান। এবার যে ছবি বা ভিডিয়ো রিস্টোর করতে চাইছেন, সেটি সার্চ করুন।
একটি ছবি বা ভিডিয়ো টাচ এবং হোল্ড করুন। এরপর রিস্টোর অপশনে প্রেস করুন। ফোনের গ্যালারি অ্যাপ, গুগল ফটো লাইব্রেরি এবং সর্বোপরি যে অ্যালবামে তা ছিল, সেখানেই ছবি বা ভিডিয়ো মুভ করে যাবে।
আপনার কম্পিউটারে photos.google.com চলে যান। এবার ট্র্যাশ ফোল্ডারে ক্লিক করুন, যা উইন্ডোর ঠিক বাঁ দিকেই দেখত পাবেন।
এবার যে ছবি বা ভিডিয়ো রিস্টোর করতে চান, সেখানেই কারসর রাখুন এবং তার পরে সিলেক্ট অপশনে ক্লিক করুন। উপরের ডান দিকে রিস্টোর অপশনে ক্লিক করুন।
সেই ডিলিট হওয়া ছবি বা ভিডিয়ো আপনার গুগল ফটো অ্যাকাউন্টে রিস্টোর হয়ে যাবে এবং আগে যে অ্যালবামে ছবিটি ছিল ঠিক সেখানেই পৌঁছে যাবে।