স্মার্টটিভির জন্য বিদ্যুৎ বিল বেশি আসছে?

1 october 2023

বাড়িতে স্মার্ট টিভি আনার পর থেকে ইলেকট্রিক বিল বেশি আসছে? ফলে দেখতে ইচ্ছে করলেও দেখছেন না। কিন্তু কেন এমন হচ্ছে?

এমন হতেই পারে, আপনি প্রায় প্রতিদিনই এমন কিছু ভুল করে বসছেন, যার জন্য বিদ্যুৎ বিল বেশি আসছে। তবে সমস্যার সমাধান আছে।

আপনাকে এমন কিছু টিপস জানানো হবে, যাতে আপনি সব সময় স্মার্ট টিভি ব্যবহার করলেও সামান্য একটু বিল আসবে। চলুন জেনে নেওয়া যাক।

বেশিরভাগ বাড়িতেই প্রয়োজন ছাড়াই ঘরের স্মার্ট টিভিটি চলতে থাকে। বিদ্যুৎ খরচ কমাতে চাইলে এই অভ্যাস ছাড়তে হবে।

বর্তমানে স্মার্ট টিভিগুলিতে প্রচুর ফিচার দেওয়া হয়। আর তাতে বিদ্যুৎ খরচ আরও বেশি হয়। আপনি চাইলে স্মার্ট ফিচারগুলি বন্ধ করে রাখতে পারেন।

হাই রেঞ্জের টিভিগুলি বেশি বিদ্যুৎ খরচ করে। অনেক টিভিতে HDR-এর অপশন থাকে। এই ফিচারটি অন করা থাকলেও বেশি বিদ্যুৎ খরচ হয়।

আপনি যখনই লাইট জ্বালিয়ে টিভি দেখবেন, চেষ্টা করবেন টিভির ব্রাইটনেসটি কমিয়ে রাখার। ব্রাইটনেস কম থাকলে বিদ্যুৎ খরচও কম হয়।

আপনার যদি মনে হয়, অতিরিক্ত ফিচারের প্রয়োজন নেই। তবে সেগুলি বন্ধ করে রাখতেই পারেন। এতে বিদ্যুৎ বিল কম আসবে।