অনেকেই নিয়মিত স্মার্টফোন পরিষ্কার করেন না। কারণ এটিকে কঠিন কাজ বলে মনে করেন। নিয়মিত পরিষ্কার করলে স্মার্টফোন বা যে কোনও ডিভাইসকে নতুনের মতো রাখা যায়।
স্পিকার থেকে শুরু করে চার্জিং পোর্ট সবেতেই ধুলো, ময়লা জমতে থাকে। বেশিরভাগ মানুষই মনে করেন, স্মার্টফোন পরিষ্কার করলে তা খারাপ হয়ে যেতে পারে।
স্পিকারে জল ঢুকে যেতে পারে। কিন্তু আপনার সাধের ফোনটির স্ক্রিনে দাগ পড়েছে, তাও পরিষ্কার করতে চাইছেন না? এর সমাধান কী?
স্মার্টফোন পরিষ্কার করা একেবারেই কোনও ঝামেলার কাজ না। শুধু বিশেষ কিছু দিকে খেয়াল না রাখলেই আপনি বিপদে পড়বেন।
স্মার্টফোনের বাইরের অংশটি আলতো করে পরিষ্কার করতে নিন। তার জন্য একটি নরম কাপড় ব্যবহার করুন। যে কোনও ধুলো, আঙুলের ছাপ বা দাগ, ফোনের পিছনে এবং পাশের অংশ পরিষ্কার করুন।
পরিষ্কার পোর্ট, স্পিকার এবং হেডফোন জ্যাকে সবচেয়ে বেশি পরিমাণে ধুলো, বালি জমে। ফলে সে সব পরিষ্কার রাখা খুবই দরকার।
একটু তুলো নিয়ে আইসোপ্রোপাইল অ্যালকোহল দ্রবণে মিশিয়ে পরিষ্কার করে নিন। তবে একটু কম নেবেন। যাতে আপনার ফোনের পোর্ট, স্পিকার এবং হেডফোন জ্যাকে জল না ঢোকে।
আপনার স্মার্টফোনের স্ক্রিনে দাগ এবং স্ক্র্যাচ এড়াতে, একটি স্ক্রিন প্রটেক্টর কিনে নিন। তাহলে স্ক্রিনটির কোনওভাবেই ক্ষতি হবে না।