29 November 2023
খারাপ হেডফোন জ্যাক সারান বাড়িতেই
ব্লুটুথ হেডফোনের ব্যবহার বাড়লেও স্মার্টফোনের হেডফোন জ্যাকটির ব্যবহার অপরিহার্য। তবে মাঝে মাঝে এই জ্যাকটি হঠাৎ কাজ করা বন্ধ করে দেয়।
যে কোনও হেডফোনই ব্যবহার করুন না কেন, তা কোনওভাবেই কাজ করতে চায় না। আর তার জন্য খরচ করতে হয় অনেক টাকা।
কিন্তু আপনাকে এমন একটি উপায় জানানো হবে, যাতে আপনি বাড়িতেই ঠিক করে ফেলতে পারবেন ফোনের খারাপ হয়ে যাওয়া জ্যাকটি।
তার জন্য প্রথমে আপনাকে আপনার ইয়ারফোন চেক করতে হবে। অনেক সময় এমন হয় যে, ইয়ারফোনটি ঠিক করে কাজ করছে না।
আর আপনার মনে হচ্ছে জ্যাকটি বুঝি খারাপ হয়ে গিয়েছে। এই ক্ষেত্রে, প্রথমে অন্য ইয়ারফোনগুলি ইন করে পরীক্ষা করুন।
ফোনের জ্যাকটি মুছে ফেলুন। কোনও তরল দিয়ে ভুলেও পরিষ্কার করবেন না। শুধুমাত্র কটন বাড দিয়ে পরিষ্কার করুন।
হেডফোনের জ্যাকের আর্দ্রতার কারণেও তা কাজ না করতে পারে। তার জন্য একটি হেয়ার ড্রায়ার নিন এবং আপনার হেডফোন জ্যাক থেকে জল ভালভাবে শুকিয়ে নিন।
এক কিছুর পরেও যদি কাজ না করে, তাহলে মনে করতে হবে আপনার স্মার্টফোনের হেডফোন জ্যাকটি খারাপ হয়ে গিয়েছে। সেক্ষেত্রে দোকানে নিয়ে যেতে পারেন।
আরও পড়ুন