28 November 2023

WhatsApp-এ ভিউ ওয়ান্স ফিচার না জানলেই নয়

অনেক সময় দেখা গিয়েছে এই ভিউ ওয়ান্স ফিচারের সাহায্য নিয়ে একজন প্রেরক আপত্তিজনক কিছু ছবি বা ভিডিয়ো পাঠিয়েছেন।

সেই কারণেই হোয়াটসঅ্যাপ তার ভিউ ওয়ান্স মিডিয়া অপমানজনক বা অবমাননাকর ঠেকলে, সেটিকে রিপোর্ট করার অপশন নিয়ে হাজির হয়েছে।

অ্যান্ড্রয়েডে হোয়াটসঅ্যাপ ভিউ ওয়ান্স ফিচার সম্পর্কে রিপোর্ট করার পদ্ধতি জেনে নিন। তার জন্য প্রথমে আপনার ফোন থেকে হোয়াটসঅ্যাপ খুলুন।

তারপর কোনও এক ব্যক্তিগত চ্যাটে চলে যান, যে আপনাকে ভিউ ওয়ান্স মিডিয়া পাঠিয়েছে। এখানে, থ্রি ডট মেনুতে ট্যাপ করুন।

এই থ্রি ডট মেনুটি আপনার স্ক্রিনের ডান দিকে দেখতে পাবেন। এবার রিপোর্ট কন্ট্যাক্ট অপশন সিলেক্ট করতে হবে।

এবার যে কন্ট্যাক্ট আপনাকে ভিউ ওয়ান্স মিডিয়া পাঠিয়েছে, সে আপনার অচেনা হলে রিপোর্ট আননোন ইউজার অপশনটি বেছে নিন।

আইফোনে হোয়াটসঅ্যাপ ভিউ ওয়ান্স ফিচার রিপোর্ট করার পদ্ধতি দেখুন। প্রথমে আপনার ফোনে হোয়াটসঅ্যাপ খুলুন।

যে কন্ট্যাক্ট আপনাকে ভিউ ওয়ান্স মিডিয়া পাঠিয়েছে, তার চ্যাটে পৌঁছে যান। স্ক্রিনের ঠিক নীচেই থ্রি ডট মেনুতে ট্যাপ করুন। এরপর রিপোর্ট কন্ট্যাক্ট অপশনটি বেছে নিন।