22 November 2023

স্ক্যাম এড়াতে Google Pay-র পিন পরিবর্তন বা রিসেট করুন

যে কোনও রকম স্ক্যাম এড়াতে Google Pay, PhonePe এবং Paytm-এর মতো UPI অ্যাপের পিন পরিবর্তন বা রিসেট করে নিন।

ফোন পে হোক বা গুগল পে টাকা পাঠানোর বিষয়টি যেন UPI-এর মাধ্যমে খুবই সহজ হয়ে গিয়েছে। কিন্তু ঝুঁকি যে একেবারেই নেই, তা নয়।

তবে UPI ব্যবহার করে অত্যন্ত দ্রুততার সঙ্গে আপনি টাকা পারেন ঠিকই, সেই প্ল্যাটফর্ম কাজে লাগিয়ে প্রতারণার মাত্রাও ব্যাপক হারে বেড়েছে।

সেই কারণেই GPay বা PhonePe থেকে ইউপিআই পিন রিসেট বা পরিবর্তন করাটাও জরুরি হয়ে পড়েছে। তাই তা সবার আগে করে নিন।

Gpay অ্যাপের UPI পিন পরিবর্তন বা রিসেট করবেন কীভাবে তা দেখে নিন। প্রথমেই আপনাকে গুগল পে অ্যাপটি খুলতে হবে।

অ্যাপের ডান দিকের কর্নারে আপনার যে ছবিটি ডিসপ্লে করা রয়েছে, সেখানে ক্লিক করুন। ব্যাঙ্ক অ্যাকাউন্ট অপশনে ক্লিক করুন।

এবারে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের UPI PIN আপনি বদলাতে চান, সেটি সিলেক্ট করুন। Change UPI PIN অপশনে ক্লিক করুন।

নতুন UPI PIN দিয়ে দিন, যেটি পরবর্তী ট্রানজ়াকশনগুলির জন্য ব্যবহার করবেন। ওই একই UPI PIN এবারে ভেরিফিকেশনের জন্য দিন।