12 October 2023
WhatsApp-এ হারিয়ে যাওয়া চ্যাট ফেরানো সম্ভব
যে কোনও মুহূর্তে ডিলিট হয়ে যেতে পারে আপনার গুরুত্বপূর্ণ হোয়াটসঅ্যাপ চ্যাট। স্মার্টফোন বদলালে এই ভুল হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি।
আর এমন হলে জরুরি তথ্য থেকে শুরু করে প্রিয়জনের মেসেজ, সবটাই গায়েব হয়ে যাবে। ফলে আর কোনও কিছুই ফেরত পাবেন না।
তবে ডিলিট হওয়া সেই চ্যাট খুব সহজেই ফিরে পাওয়ার উপায় রয়েছে। গুগল ড্রাইভ বা আপনার ডিভাইসে সেভ করে রাখা চ্যাট হিস্ট্রি থেকেই ফিরে পাওয়া সম্ভব।
হোয়াটসঅ্যাপ, তার সার্ভারে আপনার কোনও চ্যাট সেভ করে রাখে না। বরং গুগল ড্রাইভ বা আপনার ডিভাইসের ইন্টারনাল স্টোরেজ ডেটাবেসে তৈরি করে রাখে।
আর সেই ডেটাবেস তৈরি করার উদ্দেশ্য একটাই, ভুলবশত বা অন্য কোনও কারণে ডিলিট হওয়া চ্যাট খুব সহজেই ফিরিয়ে আনতে পারবেন।
ডিলিট হওয়া হোয়াটসঅ্যাপ চ্যাট গুগল ড্রাইভ থেকে ফিরিয়ে আনতে কী করবেন? চ্যাট হিস্ট্রি রিস্টোর করতে প্রথমে হোয়াটসঅ্যাপ ইনস্টল করুন।
তার পরে আপনার ফোন নম্বর ভেরিফাই করে নিন। সাইন ইন এবং ভেরিফিকেশন হয়ে গেলেই গুগল ড্রাইভ থেকে আপনাকে চ্যাট হিস্ট্রি রিস্টোর করার অপশন দেখানো হবে।
‘রিস্টোর’ অপশনে ক্লিক করলেই আপনার এই প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে। তার পরে ‘নেক্সট’ অপশনে ট্যাপ করে খুঁজে পেতে পারেন আপনার পুরনো চ্যাট।
আরও পড়ুন