এমন তো হতেই পারে, আপনার ওয়াইফাই অন্যকেউ ব্যবহার করছে, কিন্তু আপনি বুঝতেই পারছেন না। আর তাই কাজের সময় দেখছেন, ধীরে কাজ হচ্ছে।
তাই আপনার যখনই মনে হবে ওয়াইফাইয়ে কোনও রকম সমস্যা দেখা দিচ্ছে, তখনই সতর্ক হয়ে যান। কারণ এতে হ্যাক হওয়ার সম্ভাবনাও থাকে।
আপনাকে এমন কিছু উপায় বলা হবে, যাতে আপনি সহজেই বুঝে যাবেন আপনার ওয়াইফাইয়ে কেন সমস্যা হচ্ছে। আর কে আপনার Wi-Fi ব্যবহার করছে।
এর জন্য আপনাকে প্রথমে আপনার ওয়াইফাই রাউটারে লগইন করতে হবে, আপনি যে কোম্পানির রাউটারই ব্যবহার করেন, তাতে এটি সহজেই চেক করতে পারবেন।
সিরোটেক, এক্সাইটেল, আইবল ব্যাটন, এয়ারটেল রাউটার, বিএসএনএল, জিও, ডি-লিঙ্ক, টিপি-লিঙ্ক ইত্যাদি রাউটার সেই তালিকায় রয়েছে।
রাউটারে লগইন করতে, ব্যবহারকারীর নাম এবং পাসওয়ার্ড প্রয়োজন। এছাড়া হোমপেজে ডিফল্ট আইপি ঠিকানা পাওয়া যায়।
Wi-Fi-এর সঙ্গে কানেক্ট করা ডিভাইসগুলি খুঁজে বের করতে, Chrome ব্রাউজারে আপনার রাউটারের IP ঠিকানাটি খুলুন এবং লগইন করুন।
এরপরে আপনি দেখে নিতে পারবেন যে, আপনার Wi-Fi-এর সঙ্গে কতগুলি ডিভাইস কানেক্ট হয়ে আছে। যে যে ডিভাইসগুলিকে ডিসকানেক্ট করতে চান, সেগুলিকে সেখান থেকে সরিয়ে দিতে পারেন।