1 december 2023

WhatsApp-এ ব্লু টিক বন্ধ করার উপায়

হোয়াটসঅ্যাপের এমন অনেক ফিচার আছে, যা অনেকেই জানেন না। ব্লু টিক বন্ধ করা থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপ মিউট করা, এই সব ব্যবহার করতে চান?

দেখে নিন কীভাবে হোয়াটসঅ্যাপে ব্লু টিক বন্ধ করবেন? অনেক সময় হোয়াটসঅ্যাপে প্রচুর মেসেজ আসে, অথচ কখনও কখনও কিছু মেসেজের রিপ্লাই দিকে ইচ্ছে করে না।

আবার আপনি এটাও চান না যে, সে জানতে পারুক আপনি তার মেসেজটা দেখেছেন। তখন সবচেয়ে ভাল উপায় হল ব্লু টিক বন্ধ করা।

এর জন্য, আপনাকে সেটিংসে যেতে হবে, তারপরে অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে এবং প্রাইভেসিতে যেতে হবে। তারপর রিড রিসিপ্ট বন্ধ করতে হবে।

এতে আপনি যখন কারও মেসেজ দেখবেন, সে জানতে পারবে না। অর্থাৎ আপনি তার মেসেজ সিন করলেও তার কাছে ব্লু টিক দেখাবে না।

কীভাবে হোয়াটসঅ্যাপ গ্রুপ মিউট করবেন তা জানেন কি? এর জন্য আপনাকে গ্রুপে যেতে হবে এবং এর নামের উপর ট্যাপ করতে হবে।

তারপর গ্রুপ ইনফো সিলেক্ট করতে হবে। এখানে আপনাকে 8 ঘন্টা, 1 সপ্তাহ বা 1 বছরের জন্য মিউট করার অপশন দেবে।

আপনি আপনার প্রয়োজন মতো বেছে নিতে পারবেন। আপনি যতক্ষণ সময় বেছে নেবেন, ততক্ষণের জন্যই সেই গ্রুপটি মিউট থাকবে।